পাকিস্তান সুপার লীগের তালিকায় বাংলাদেশের ১০ ক্রিকেটার
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসর বসবে আগামী বছর ফেব্রুয়ারিতে। ইতিমধ্যে হয়ে গেছে খেলোয়াড় ড্রাফটের তালিকা। তালিকায় আছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।
গতবারের মতো এবারও থাকছে পাঁচটি দল। মাঠের লড়াই শুরুর আগে ১৯ অক্টোবর হবে খেলোয়াড়দের ড্রাফট। এবারের আসরে ড্রাফটে আছেন দেশী-বিদেশী মিলে ৪১৪ জন ক্রিকেটার। তালিকায় থাকা ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হল- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং।
তালিকায় বাংলাদেশের ১০ ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম ও সৌম্য সরকার। তবে সবচেয়ে উপরে ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে আছেন শুধু সাকিব।
ডায়মন্ড ক্যাটাগরিতে কোনো খেলোয়াড় না থাকলেও গোল্ড ক্যাটাগরিতে আছেন তিনজন- মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীস। ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে আছেন সব মিলিয়ে ২৮ ক্রিকেটার। যেটাতে খেলোয়াড়দের গতবারের মূল্য ছিল এক লাখ ৪০ হাজার ডলার।
গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়রা গতবার পেয়েছেন ৫০ হাজার ডলার। সিলভার ক্যাটাগরির মূল্য গতবার ছিল ১০ হাজার ডলার। এবার ২৫৫ খেলোয়াড়ের সেই তালিকায় আছেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। তারা হলেন- এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম ও সৌম্য সরকার। তবে ইমার্জিং ক্যাটাগরিতে কেউ নেই বাংলাদেশের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন