পাকুন্দিয়া হরতালে অচল : তৃণমুলের ভোট ও মতামত উপেক্ষা করে প্রার্থীকে মনোনয়ন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে তৃণমূলের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেন স্বপনকে দলীয় মনোনয়ন না দেয়ায় আজ বুধবার পাকুন্দিয়ায় পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা উপজেলা আওয়ামী লীগের একাংশ এ হরতাল ডাকে। হরতালে কার্যত অচল হয়ে পড়েছে পৌর এলাকা। সকাল থেকে উপজেলা সদরে দোকান পাঠ বন্ধ রয়েছে। শত শত বিক্ষুদ্ধ হরতালকারী সকাল থেকে রাস্তায় পিকেটিং করছে। তারা উপজেলা পরিষদের সামনের রাস্তায় টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করে। দুপুরে হরতালের সমর্থনে স্থানীয় আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এর আগে প্রতিবাদ সভায় আওয়ামী লীগের নেতারা বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে লাগাতার হরতালের মতো কঠোর কর্মসূচি নেয়া হবে। এ নির্বাচনে মেয়র পদে তৃণমূলের ভোটের মাধ্যমে প্রার্থী হিসেবে মোতাহার হোসেন স্বপনকে নির্বাচন করে কেন্দ্রে তার নাম পাঠানো হয়। তবে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটি তাকে বাদ দিয়ে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মিসবাহ উদ্দিনকে মেয়র হিসেবে দলীয় মনোনয়ন দেয়। এ ঘটনার প্রতিবাদে হরতাল ডাকে আওয়ামী লীগের একাংশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন