পাক-ভারত সিরিজ হচ্ছে না!
ভারত-পাক সিরিজের ব্যাপারে ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অনুমতি দিয়ে দিয়েছেন ৷ প্রস্তাবিত ভারত-পাক সিরিজ হওয়ার কথা নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতে, ডিসেম্বরে৷ কিন্তু ওই সিরিজ কী আদৌও হবে ? ভারত ভিত্তিক ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইড ক্রিকইনফো ভারতীয় একজন মন্ত্রী ও বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে একটি রিপোর্ট করেছে, যেখানে আলোচিত ঐ সিরিজ নিয়ে অনিশ্চয়তার কথা বলা হয়েছে।
ঐ মন্ত্রীর মনে করেন, ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজ হওয়াটা বেশ কঠিন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই কেবল সিদ্ধান্ত দিতে পারেন। আর ভারতীয় ঐ বোর্ড কর্মকর্তা এই মুহুর্তে আলোচিত সিরিজটা হওয়ার তেমন কোন সম্ভাবনা দেখেন না। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহুর্তে অনুমতি দিবেন না।
দিন ক’য়েক আগে দুই দেশের বোর্ড প্রধান আলোচনা করে সিরিজ খেলার ব্যাপারে একমত হয়।তবে যে কোনো সিরিজ খেলতে হলে সরকারের অনুমতি দরকার পড়ে। পাকিস্তান সরকার অনুমতি দিলেও ভারত সরকার এখনও অনুমতি দেয়নি। বরং বিষয়টা ঝুলিয়ে রাখা হয়েছে। মনে করা হচ্ছে শেষ পর্যন্ত ডিসেম্বরে সিরিজ খেলার জন্য সবুজ সঙ্কেত নাও দিতে পারে মোদি সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন