‘পাখি’কে নিয়ে ভুয়ো দেহব্যবসার খবর বাংলাদেশে, মামলার পথে অভিনেত্রী

বাংলাদেশের কিছু ওয়েবসাইট সম্পূর্ণ মিথ্যা তথ্য পরিবেশন করল বাংলার টেলি-তারকা মধুমিতা চক্রবর্তীকে নিয়ে। এই ধরনের মিথ্যা খবরের তীব্র নিন্দা করেছেন মধুমিতা এবং তাঁর স্বামী, জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী।
মধুমিতা চক্রবর্তী এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তাঁর সম্পর্কে একটি সম্পূর্ণ মিথ্যা খবর পরিবেশন করেছে বাংলাদেশের একাধিক ওয়েবসাইট। সেই খবরে বলা হয়েছে, ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘পাখি’ দেহব্যবসার কারণে গোয়ায় গ্রেফতার হয়েছেন।
গত ১৪ অগস্ট এই খবরটি প্রকাশিত হয়। শুধু তাই নয়, সেখানে সূত্র হিসেবে একটি ভারতীয় সংবাদপত্রের নাম উল্লেখ করা হয়েছে যদিও সেই সংবাদপত্রে ওই তারিখে এমন কোনও খবর প্রকাশিত হয়নি।
এই ধরনের ভুয়ো খবরের তীব্র নিন্দা করেছেন মধুমিতা চক্রবর্তী এবং তাঁর স্বামী টেলি-তারকা সৌরভ চক্রবর্তী। সৌরভ এবং মধুমিতা এবেলা.ইন-কে জানিয়েছেন যে তাঁরা আইনি পদক্ষেপ নিতে চলেছেন। সৌরভ বলেন, ‘আমরা গত পরশু থেকেই এই খবরের কথা বিভিন্ন সূত্রে পেয়েছি। অনেকেই আমাকে আর মধুমিতাকে ফোন করছেন। ফেসবুকে ইতিমধ্যেই প্রচুর শেয়ার হয়েছে এই ভুয়ো খবরের লিংক। শুধু তাই নয়, মধুমিতার বেশ কিছু মর্ফড ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।’
এর আগেও বাংলাদেশের একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছিল যে সেখানকার একটি ছবিতে অভিনয় করতে চলেছেন মধুমিতা। সেই খবরটিও সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন সৌরভ ও মধুমিতা। খবর ইবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন