পাখির নামে একাধিক ভুয়ো ফেসবুক চলত বাংলা থেকেই!
দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার স্টার জলসার নায়িকা পাখি! গত কয়েকদিনে বাংলাদেশের একাধিক পোর্টালে এই খবরটাই সংবাদ শিরোনামে ছিল। কিন্তু শুক্রবার এই বিষয়টি নিয়ে লালবাজারের দ্বারস্থ হন পাখি ওরফে মধুমিতা চক্রবর্তী এবং তাঁর স্বামী সৌরভ চক্রবর্তী। সাইবার ক্রাইমে এই বিষয়ে লিখিত অভিযোগ জানান তারা।
ঘটনার পরেই এই বিষয়ে তদন্ত নেমেছে লালবাজারের সাইবার ক্রাইমের তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, তদন্তে মধুমিতার নামে একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। যেগুলির আইপি অ্যাড্রেস ট্র্যাক করে দেখা গিয়েছে সেগুলি কলকাতা এবং রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে তৈরি করা হয়েছে। কে এবং কারা এই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টগুলি তৈরি করেছে তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
একই সঙ্গে বাংলাদেশেই ওই সমস্ত পোর্টালগুলির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে এই বিষয়ে বাংলাদেশ প্রশাসনের সঙ্গেও কথা বলতে পারে লালবাজার। অন্যদিকে, এই বিষয়ে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং পুলিশ যাতে সঠিক তদন্ত নিয়ে কড়া পদক্ষেপ নেয় সেজন্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের দ্বারস্থ হচ্ছেন মধুমিতা এবং তাঁর স্বামী সৌরভ। আগামিকাল সকালে তারা এই বিষয়ে মন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে।
অপরদিকে জানা গিয়েছে, শুধু মধুমিতাই নয়, টলিগঞ্জের একাধিক নায়িকার ছবি ‘মর্ফিং’ করে বিভিন্ন বাংলাদেশের সাইটে আপলোড করা হয়েছে। তা সে নবাগতাই হোক আর টলিগঞ্জের কোনও চেনা নায়িকা হোক। ছবি ‘মর্ফিং’ থেকে কেউ বাদ যান না। শুধু টালিগঞ্জের নায়িকারাই নয়, ছবি মর্ফিংয়ের হাত থেকে বাদ পড়ছেন না বলিউড কিংবা হলিউডের নায়িকারাও।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন