পাখির মতো উড়ে ক্যাচ ধরলেন নাসির

এই কয়দিন আগে ঘোষিত, নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ জাতীয় দলে জায়গা হয়নি তাঁর। স্বাভাবিক কারণে মনটা ভালো নেই অলরাউন্ডার নাসির হোসেনের। কিন্তু দলের প্রয়োজন মুহূর্তে তিনি যে নিজেকে উজাড় করে দিতে পারেন, তা আরো একবার প্রমাণ করলেন। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ঢাকা ডায়নামাইটসের হয়ে নিজেদের প্রথম ম্যাচে অবিশ্বাস্য একটি ক্যাচ নিয়ে জানান দিলেন, শুধু ব্যাট বা বল হাতেই নয়, ফিল্ডিংয়েও তিনি বেশ পারদর্শী।
এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচে অবিশ্বাস্য এই ক্যাচটি নিয়েছেন অলরাইন্ডার নাসির। ম্যাচের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ডোয়াইন ব্রাভোকে উড়িয়ে মারতে গিয়ে কাভারে নাসিরের হাতে ধরা পড়েন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিলশান মুনাভীরা।
নাসির এই ক্যাচটি ধরেছেন অসাধারণ দক্ষতায়। যেন পাখির মতো উড়ে গিয়ে ক্যাচটি ধরেছেন তিনি। তাঁর এই কৃতিত্বেই তখন ঢাকা ডায়নামাইটস পেয়েছিল দ্বিতীয় উইকেটের দেখা।
সদ্য জাতীয় দলের বাইরে যাওয়া অলরাউন্ডার এবার ‘এ’ গ্রেডে ঢাকার হয়ে খেলছেন। অবশ্য গতবার তিনি ছিলেন আইকন খেলোয়াড়। এই বিপিএলই নিজেকে প্রমাণ করার দারুণ একটি মঞ্চ পেয়েছেন নাসির। এই আসরে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরতে পারলে আবার হয়তো দ্রুতই জাতীয় দলে ডাক পাবেন। সে জন্য কঠোর পরিশ্রম করতে হবে তাঁকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন