পাচার হওয়া টাকার সন্ধানে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক


আওয়ামী লীগ আমলে বাংলাদেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন বা ১,৭০০ কোটি ডলার পাচার হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করতে বিশ্বের বৃহৎ তিনটি হিসাবরক্ষণ (অডিট) ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষেরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
অডিট ফার্ম তিনটি হচ্ছে ইওয়াই, কেপিএমজি ও ডেলয়েট৷
তবে এদের মধ্যে ইওয়াই এবং ডেলয়েটের সঙ্গে অফিসের সময়ের বাইরে ডয়চে ভেলের পক্ষ থেকে যোগাযোগ করায় এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ অন্যদিকে, কেপিএমজির ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা সফল হয়নি৷
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ফিনান্সিয়াল টাইমসকে জানান, বাংলাদেশের শীর্ষস্থানীয় দশটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী এবং তার আত্মীয়-স্বজনরা এই তদন্তের আওতাভুক্ত থাকবেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক অর্থনীতিবিদ আহসান মনসুরকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার দায়িত্ব দেওয়া হয়েছে।
শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ১৫ বছরে বিভিন্ন ব্যাংক থেকে তুলে নেয়া আনুমানিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার বা দুই ট্রিলিয়ন বাংলাদেশি টাকা উদ্ধারের উদ্যোগ শুরু করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













