পাচার হওয়া টাকার সন্ধানে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

আওয়ামী লীগ আমলে বাংলাদেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন বা ১,৭০০ কোটি ডলার পাচার হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করতে বিশ্বের বৃহৎ তিনটি হিসাবরক্ষণ (অডিট) ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষেরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
অডিট ফার্ম তিনটি হচ্ছে ইওয়াই, কেপিএমজি ও ডেলয়েট৷
তবে এদের মধ্যে ইওয়াই এবং ডেলয়েটের সঙ্গে অফিসের সময়ের বাইরে ডয়চে ভেলের পক্ষ থেকে যোগাযোগ করায় এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ অন্যদিকে, কেপিএমজির ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা সফল হয়নি৷
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ফিনান্সিয়াল টাইমসকে জানান, বাংলাদেশের শীর্ষস্থানীয় দশটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী এবং তার আত্মীয়-স্বজনরা এই তদন্তের আওতাভুক্ত থাকবেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক অর্থনীতিবিদ আহসান মনসুরকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার দায়িত্ব দেওয়া হয়েছে।
শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ১৫ বছরে বিভিন্ন ব্যাংক থেকে তুলে নেয়া আনুমানিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার বা দুই ট্রিলিয়ন বাংলাদেশি টাকা উদ্ধারের উদ্যোগ শুরু করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন