পাচার হওয়া ৫ বাংলাদেশি নারীকে হস্তান্তর

‘ভালো কাজের প্রলোভন’ দেখিয়ে তিন বছর আগে ভারতে পাচার হওয়া শিশুসহ পাঁচ বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
স্বদেশ প্রত্যাবর্তন আইনে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোমবার বিকাল ৫টায় হস্তান্তর করা হয়।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল্লাহীল ওয়াফি জানান, ফেরত আসা বাংলাদেশিদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মহিলা আইনজীবী সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবিয়া খাতুন (১৬), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পুতুল বেগম (১৮), তার শিশু কন্যা তানিয়া আক্তার (৪), মাসুদা বেগম (৪৫) ও হুসিয়া শেখ (৫০)।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট নাসিমা আক্তার বলেন, অভাবি পরিবারের সরলতার সুযোগ নিয়ে পাচারকারীরা তাদের ভালো কাজ দেওয়ার নাম করে সীমান্তের অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত করার চেষ্টা চালায়।
তিনি বলেন, খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে হাওড়ার ‘নিলুয়া হোম সেন্টার’ নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে সোমবার তাদের ফেরত পাঠায় বিএসএফ।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন