পাঞ্জাবকে হারিয়ে আবারো শীর্ষে কলকাতা
ইডেন গার্ডেনে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৭ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৪ রান করে কলকাতা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাঞ্জাব।
এদিন ব্যাট হাতে ১০ বলে ১৬ রান করার পাশাপাশি ৪ ওভারে ২০ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন আন্দ্রে রাসেল। এদিন ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি সাকিব। বল হাতে ৩ ওভারে দিয়েছেন ২১ রান।
ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত সূচনা করেন কলকাতার দুই ওপেনার অধিনায়ক গম্ভীর এবং রবিন উথাপ্পা। তাদের দৃঢ় ব্যাটিংয়ে পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে রান আসে ৪০। দলের অর্ধশতক পূর্ণ হয় ৪৮ বলে। তবে শুরুতে রান রেট কম থাকলেও পরে রানের গতি বাড়ান এই দুই ওপেনার।
দলের শতরান পূর্ণ হয় মাত্র ৭৮ বলে। ৪২ বলে অর্ধশতক পূর্ণ করা অধিনায়ক গম্ভীর শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৪ রান করে রান আউটের শিকার হন। তবে অপরপ্রান্ত থেকে রানের চাকা সচল রাখেন রবিন উথাপ্পা। তিনি মাত্র ৩৮ বলে নিজের অর্ধশতক পূরণ করেন, শেষ পর্যন্ত ৪৯ বলে ৭০ রান করে রান আউট হন তিনিও।
ইনিংসের শেষ ভাগের হাল ধরেন গত ম্যাচের জয়ের দুই নায়ক আন্দ্রে রাসেল এবং ইউসুফ পাঠান; কিন্তু এবার খুব বেশি কিছু করতে পারেননি তারা দুজন। ইউসুফ অপরাজিত থাকেন ১৯ রানে, অপরদিকে রাসেল ১০ বলে ১৬ করে ইনিংসের শেষ বলে আউট হন তিনি। শেষ ওভার থেকে মাত্র ৪ রান এসেছে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান করে কলকাতা। কলকাতার তিন ব্যাটসম্যানই রান আউটের শিকার হয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। ৯ ওভারে ৫৩ রানে চার উইকেট হারায় তারা। তবে এরপর হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলার। ৪২ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংসে পাঞ্জাবকে ম্যাচে ফেরান তিনি। ম্যাক্সওয়েল আউট হলে ফিরে যান মিলারও (১৩)।
এ দুজন ফিরে যাওয়ার পর ম্যাচে ফেরে কলকাতা। শেষ দুই ওভারে পাঞ্জাবের প্রয়োজন দাঁড়ায় ২২ রান। একপ্রান্তে ঝড় বইয়ে দিচ্ছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে তাকে রান-আউট করেন আন্দ্রে রাসেল। আউট হওয়ার ৭ বলে ২১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৫৭ রান করে পাঞ্জাব। ফলে ৭ রানে ম্যাচ জিতে নেয় কলকাতা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন