পাটের ব্যবহার নিশ্চিতে ফের বিশেষ অভিযান

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, নির্ধারিত ছয়টি পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের বস্তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে আবারো দেশে শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে।
মঙ্গলবার রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সুষ্ঠু বাস্তবায়ন পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ধান, চাল, গমসহ বিভিন্ন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য এবার বিশেষ অভিযানে কারাদণ্ড, অর্থদণ্ডের ওপর বিশেষ গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্য ও ড. মো. নজরুল আনোয়ার, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোছলেহ উদ্দিন, বিজেএমসির পরিচালক এ কে নাজমুজ্জামান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পাট অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গত বছরের ৩০ নভেম্বর থেকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে জেলা প্রশাসন মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, চেম্বার, গণমাধ্যমের সহযোগিতায় জনগণকে উদ্বুদ্ধ করাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ফলে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও বিপণনে পাটজাত মোড়ক (বস্তা) দৃশ্যমান হয়ে উঠেছে। এরপরেও বিভিন্ন বাজারে কিছু কিছু আড়ৎ, দোকান, প্রতিষ্ঠান ও বিভিন্ন সুপার শপে প্লাস্টিকের ব্যাগে পণ্য মোড়কীকরণ করে বাজারজাত করা হচ্ছে। এ কারণে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন