পাঠ্যবইয়ে আরো তথ্য দিতে চায় নির্বাচন কমিশন

নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব শ্রেণির পাঠ্যবইয়ে নির্বাচনী তথ্য এরই মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে নতুন তথ্য সংযোজন এবং সেসব বইয়ে এ বিষয়ে আলোচনা নেই, সেখানে নির্বাচন সংক্রান্ত বিষয় যোগ করার চিন্তা করছে কমিশন। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি খসড়া কমিশন বৈঠকের জন্য তৈরিও করা হয়েছে।
ভাবনা অনুযায়ী ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ‘ভোটাধিকার ও নির্বাচন’ এবং সপ্তম শ্রেণির বইতে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা’ নামে নতুন অধ্যায় যোগ করা হতে পারে।
বইগুলোর এই নতুন অধ্যায়গুলোতে কী বিষয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে খসড়া প্রস্তাবে একটি ধারণা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন জানান, এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিষয়টি সম্পর্কে মতামত সংগ্রহ করবেন। মতামত পাওয়ার পর তাঁরা একটি খসড়া প্রস্তাব তৈরি করে তা কমিশন বৈঠকে উত্থাপন করবেন। বৈঠকে প্রস্তাবটি পাস হলে এরপর সেটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে।
ষষ্ঠ শ্রেণির নতুন অধ্যায়ে থাকবে ভোট, নির্বাচন, নির্বাচন কমিশনের গঠন ও কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। অন্যদিকে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে আলোচনা করা হবে নির্বাচনের গুরুত্ব ও বিভিন্ন ধরনের নির্বাচন পদ্ধতি সম্পর্কে।
শুধু ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতেই নয়, পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে ‘আমাদের দায়িত্ব ও কর্তব্য’ এবং অষ্টম শ্রেণির বইয়ে থাকা বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অধ্যায়ে কিছু তথ্য পরিবর্তন আনারও প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ‘বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন’ অধ্যায়ে এবং নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যপুস্তকের সপ্তম অধ্যায়ে অর্থাৎ ‘গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন’ অধ্যায়ে কিছু তথ্য সংযোজন ও বিয়োজনের প্রস্তাব করা হয়েছে খসড়ায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন