পানশালার লুকানো আস্তানা থেকে উদ্ধার ২৪ তরুণী
পানশালায় হানা দিয়ে ২৪ জন তরুণীকে উদ্ধার করল মুম্বই পুলিশ। তাও আবার পানশালার নিচে লুকানো আস্তানা থেকে। মুম্বইের আন্ধেরির একটি পানশালা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। গত কয়েকদিন আগেই এই বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর আসে। খবর ছিল। ওই পানশালায় বেশ কয়েকজন তরুণীকে আটকে রাখা হয়েছে। ওই পানশালায় ৪ জন তরুণী থাকার অনুমতি ছিল। কিন্তু সেই নির্দেশ না মেনে তার থেকে অনেক বেশি সংখ্যায় মহিলা ছিল বলে জানতে পারে পুলিশ। সেই মতো ওই বারে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। প্রথম ঘণ্টাখানেক তল্লাশি চালিয়ে কোনও সন্ধান পায়নি তাঁরা। কিন্তু পানশালার রান্নাঘরে ঢুকেই পুলিশের চক্ষু ছানাবড়া। সেখানে একটি সুইচ রয়েছে। সেটির মাধ্যমে রান্নাঘরের নীচে লুকানো একটি সুড়ঙ্গে যাতায়াত করা যায়। ওই সুইচের মাধ্যমেই সেটির দরজা খোলা বা বন্ধ করা যায়। গোপন হাই টেক পদ্ধতিতে সেই সুড়ঙ্গ নির্মিত। তল্লাশি চালিয়ে ওই তরুণীদের উদ্ধার করেছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে পানশালাটিও। সেটির মালিক ও ম্যানেজার ঘটনার পর থেকেই পলাতক।
এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন