পানামা পেপারসে অমিতাভের নাম, পর্যটন দূত হতে বাধা
ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের ইনক্রেডিবল ইন্ডিয়া প্রকল্পে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের দূত হওয়ার কথা। চলতি মাসের মধ্যে এ নিয়ে চুক্তি হবে বলে জানা গেলেও বিষয়টি তেমন এগোচ্ছে না। অর্থ পাচার ও কর ফাঁকি বিষয়ে আলোচিত ‘পানামা পেপারসে’ অমিতাভের নাম থাকার কারণেই এমনটি ঘটছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এনডিটিভি জানিয়েছে, ৭৩ বছর বয়সী অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে কয়েক মাস আগে ইনক্রেডিবল ইন্ডিয়ার দূত হিসেবে বেছে নেওয়া হয়। এই দূতরা বিদেশে ভারতের পর্যটন নিয়ে প্রচার চালাবেন। জানা গেছে, এ ক্ষেত্রে অমিতাভের নাম প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল।
তবে চলতি মাসের শুরুতে আলোচিত পানামা পেপারসে ফাঁস হওয়া ৫০০ ভারতীয়র একজন ছিলেন অমিতাভ বচ্চন। অন্যদের মধ্যে অমিতাভের বিরুদ্ধেও অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে কর ফাঁকির অভিযোগ ওঠে। তবে অমিতাভ বরাবরই দাবি করছেন, তিনি কোনো কর ফাঁকি দেননি। তাঁর নামের অপব্যবহার করা হয়েছে।
চলতি মাসেই এক বিবৃতিতে অমিতাভ বচ্চন বলেন, তিনি সব করই প্রদান করেছেন। বিদেশে অর্থ ব্যয়ের করও তিনি পরিশোধ করেন। বিদেশে কোনো অর্থ পাঠানো হলে তা দেশের আইন ও যথাযথ কর প্রদানের মাধ্যমেই করা হয়েছে। তবে এরই মধ্যে অমিতাভ বচ্চনকে মহারাষ্ট্রের বাঘ সুরক্ষাবিষয়ক প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে।
পানামা পেপারসে ফাঁস হওয়া নথি পরীক্ষা করে দেখেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। কারো অফশোর অ্যাকাউন্ট থাকা অবৈধ নয়। নথিতে নাম থাকা বলিউড অভিনেতাদের বিরুদ্ধে অফশোর অ্যাকাউন্ট থাকার কথা বলা হলেও এখনো অবৈধ কিছু পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন