পানামা পেপার্স রায়: নেতাকর্মীদের ৩ দিন ইসলামাবাদে থাকার নির্দেশ ইমরানের

বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া বহুল আলোচিত পানামা পেপার্স কেলেঙ্কারিতে ফেঁসে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার পরিবার। গত বছরের অক্টোবরের শেষদিকে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই রায় উপলক্ষে আগমী তিনদিন দলের ঊর্ধ্বতন নেতাদের ইসলামাবাদ ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান সাবেক ক্রিকেট লিজেন্ড ইমরান খান।
পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডন জানিয়েছে, বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে ৫ সদস্যের জুরিবোর্ড এই রায় ঘোষণা করবেন। এই রায় ঘোষণা উপলক্ষে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এই মামলার ওপর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) এবং ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
ইমরান খানের বার্তা নিয়ে তেহরিক-ই-ইনসাফ পার্টির ঊর্ধ্বতন নেতা শাহ মোহাম্মদ কুরেশি সংবাদ সম্মেলনে বলেছেন, “তারা যেকোনো মূল্যে এই কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এমনকী রায়ের ওপরেও তাদের প্রভাব থাকতে পারে। তাই সকল নেতাকর্মীদের আগামী ৩ দিন ইসলামাবাদ ত্যাগ না করার আহ্বান জানানো হচ্ছে। ”
উল্লেখ্য, গতবছর এপ্রিলে পানামা ভিত্তিক একটি ল ফার্ম মোসাক ফনসেকা থেকে ১১.৫ মিলিয়ন নথি ফাঁস হয়ে যায় ইন্টারনেটে। যাতে বিশ্বের ক্ষমতাধর এবং নামকরা সব রাজনীতিবিদ, সেলিব্রেটি, ব্যবসায়ী এবং অপরাধীদের আর্থিক কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে। তার ধারাবাহিকতায় জার্মান দৈনিক সাদেস জেইতাং-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম সফদারের নাম উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, মরিয়ম অফশোর কোম্পানির মালিক। তিনি এ থেকে সুবিধা গ্রহণ করে থাকেন। তাদের ফার্মটি ১ কোটি ৩৮ লাখ ডলার মূল্যের যুক্তরাজ্যের সম্পদ কেনা-বেচায় জড়িত
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন