পানিতে ডুবেছে চেন্নাই বিমানবন্দর, নিহত ১৮৮

এক দশকের মধ্যে রেকর্ড বৃষ্টিতে ভারতের তামিলনাড়ুতে বিপর্যস্ত জনজীবন। বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮৮ জনের। পরিস্থিতিতে আরো খারাপ হতে পারে জানিয়ে, চেন্নাই আবহাওয়া দফতর বলেছে, আগামী চার দিন চেন্নাইসহ তামিলনাড়ুর বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আরও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সবচেয়ে খারাপ অবস্থা রাজ্যে রেল ও বিমান পরিসেবায়। এনডিটিভির খবরে বলা হয়েছে, অতিরিক্ত বৃষ্টির জেরে ডুবেছে চেন্নাই বিমানবন্দর। রানওয়েতে পানি ঢুকে পড়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক ফ্লাই ঘুরিয়ে অন্যত্র নিয়ে যেতে বাধ্য হয়েছেন বিমানচালক। বিমান পরিসেবা চালু হওয়ার অপেক্ষায় বিমানবন্দরেই দিনভর আটকে ছিলেন প্রায় ৪০০ যাত্রী।
নানা জায়গায় ডুবেছে রেল লাইনও। পরিস্থিতি আরও কঠিন হতে পারে এই আশঙ্কায় আগামী কয়েক দিন পুলিশ, দমকল, উপকূলরক্ষী বাহিনী-সহ জাতীয় ও রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর অফিসের একটি সূত্র জানিয়েছে, সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রায় তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। এক মাসে চেন্নাইয়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সাধারণত তিন মাসে হয়। গত কয়েক দিনের বৃষ্টিপাত ভেঙে দিয়েছে এক শতকের বৃষ্টির রেকর্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন