পানি আনতে গিয়ে ফিরে এলো না তারা
ভারতের বেশকিছু স্থানে চলছে প্রচণ্ড দাবদাহ। সেই সঙ্গে যুক্ত হয়েছে খরা। পানি সংকটে পড়েছেন দেশটির লাখো মানুষ। বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। সেখানে দীর্ঘ সময় লাইন দাঁড়িয়ে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে হচ্ছে।
গতকাল মঙ্গলবার তেমনই একটি লাইনে পানির জন্য দাঁড়িয়েছিলেন মহারাষ্ট্রের অতোলা গ্রামের ৪৫ বছর বয়সী নারী কেভালবাঈ কাম্বলে। মাথার ওপর গনগনে সূর্য আর প্রয়োজনীয় পরিমান পানি পান না করা শরীর নিয়ে দীর্ঘসময় অপেক্ষা। হঠাৎ করেই পড়ে যান কেভালবাঈ। দ্রুত তাঁকে স্থানীয় সরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কেভালবাঈকে মৃত ঘোষণা করেন।
এনডিটিভির খবরে জানানো হয়, গত সপ্তাহেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বিদ জেলায়। সেখানে ১১ বছর বয়সী এক কিশোর তার পরিবারের জন্য পানি সংগ্রহ করতে গিয়ে কুয়ায় পড়ে মারা যায়। একই জেলায় আরেক গ্রামে পানির পাম্প থেকে পরিবারের জন্য পানি সংগ্রহ করছিল ১২ বছরের কিশোরী যোগিতা। সে সময় ডায়রিয়ার কারণে শরীর দুর্বল থাকলেও বাধ্য হয়ে তাকে পানি আনতে হয়েছিল। প্রায় শুকিয়ে যাওয়া পানির কল চেপে পাঁচ দফায় পানি সংগ্রহ করার পর ৪২ ডিগ্রি তাপমাত্রায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা যায় সে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন