পানি ইস্যু নিয়ে মুখ খুললেন ধোনি
আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। এরপরই মহারাষ্ট্রের খরা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ধোনি। ভারতীয় অধিনায়কের মতে, মহারাষ্ট্রের খরা পরিস্থিতির জন্য দীর্ঘমেয়াদী সমাধানের ব্যাপারে ভাবা উচিৎ।
তিনি আরও বলেন, সবাই বলছে আইপিএলের ম্যাচগুলো মহারাষ্ট্রে না হওয়া উচিৎ। কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি জরুরি এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আমাদের দীর্ঘমেয়াদী সমাধানের উপায় খুঁজে বের করা।
এর সঙ্গেই তিনি যোগ করেন, শুনে মনে হবে পাঁচ-ছয়টি আইপিএলের ম্যাচ সরিয়ে নিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু শুনতে ভালো লাগলেও আমার মনে হয় না এর ফলে পরিস্থিতির কোনও পরিবর্তন হবে। আমাদের দরকার সুদূরপ্রসারী কোনও সমাধানের উপায় খুঁজে বের করা। যে সমস্ত জায়গায় পানির অভাব সেখানে দ্রুত পানি পাঠানোর ব্যবস্থা করা। আমি টেলিভিশনে দেখেছি বাঁধগুলিতেও পানির স্তর নিচে নেমে গেছে। সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়াটা জরুরি।
এর আগে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছিলেন, খরার কারণে তাঁরা আইপিএলের ম্যাচের জন্য পিচ ভেজানোর কাজে পানি সরবরাহ করতে পারবেন না।
যার পাল্টা হিসেবে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেন, আইপিএল না হলে মহারাষ্ট্র সরকারের প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়ে যাবে।
মুম্বাই হাইকোর্টও রাজ্যে পানির অভাবের কারণে মহারাষ্ট্র থেকে আইপিএলের ম্যাচ সরানোর সুপারিশ করেছিল। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচের পর বাকি ম্যাচগুলি মুম্বাই, পুনে ও নাগপুরে হওয়া নিয়ে তাই সংশয় দেখা দিয়েছে। এখন দেখার রাজ্য সরকার ও ক্রিকেট বোর্ডের খরা ও আইপিএলের এই টানাপোড়েনের সমাপ্তি কবে ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন