পানি নিয়ে সংঘর্ষে আহত ১০
কুষ্টিয়া: জেলায় তামাকের জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।
রোববার সকালে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বলিদাপাড়া গ্রামের রফিকুলের তামাকের জমিতে একই গ্রামের গফুরের জিকে ক্যানেলের পানি প্রবেশ করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় গ্রুপ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় রফিকুল গ্রুপের রফিকুল (২৮), আয়নাল(২৮), রবিউল (৩৬) ও তার মা, রিপন (৩২), আ. গফুর গ্রুপের গফুর (৪৪), তার স্ত্রী, ও তার ছেলে নাজমুলসহ মোট ১০ জন আহত হন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন