পাপনের দাবি, টি ২০ ছাড়েননি মাশরাফি
কোটি কোটি জনতা জানে কলম্বোয় প্রথম টি ২০ ম্যাচে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলংকার বিপক্ষে শেষ টি ২০ই তার ক্যারিয়ারের ইতি টানার ম্যাচ।
তবে অদ্ভুত এক দাবি করে বসলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
তার দাবি, শুধু অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। টি ২০ ছাড়েননি তিনি।
পাপন জানান, প্রয়োজন হলে তাকে টি ২০ দলে অবশ্যই রাখা হবে।
শুক্রবার দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন পাপন।
বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আন্তর্জাতিক টি ২০ ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন তিনি।
অবসর নেয়ার ঘোষণাটা গত মঙ্গলবার প্রথম টি ২০ ম্যাচে মাঠে নামার আগেই দিয়েছিলেন ভক্ত ও সতীর্থদের প্রিয় মাশরাফি।
তবে হঠাৎ অবসরে যাওয়া ঘোষণাটা মাশরাফি ভক্তরা কোনোভাবেই মানতে পারেননি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির অবসর নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
এ নিয়ে ফেসবুক ছাড়াও বিভিন্ন মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচকদের ব্যাপক সমালোচনা শুরু হয়।
বিভিন্ন মিডিয়াতেও মাশরাফিকে নিয়ে একাধিক সংবাদ ছাপা হয়। তবে বিষয়টাকে ভালোভাবে নেননি বিসিবি সভাপতি।
শুক্রবার মাশরাফি বাহিনী যখন দেশে ফেরেন তখন সাংবাদিকদের সামনে হাজির হন নাজমুল হাসান পাপন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘কে অধিনায়ক থাকল, কে থাকল না তা নিয়ে আমাদের দেশের মতো অন্য কোনো দেশ এতো হুলুস্থুল করে না।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেন, মাশরাফি কেবল অধিনায়কত্ব ছেড়েছেন, টি-টোয়েন্টি ছাড়েননি।
পাপন বলেন, যদি প্রয়োজন পড়ে মাশরাফিকে টি-টোয়েন্টি দলে বিসিবি অবশ্যই রাখবে। আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব?’
উল্লেখ্য, কলম্বোর প্রথম টি-টোয়েন্টিতে টসের সময় মাশরাফি নিজে টি-টোয়েন্টি থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এর আগে নিজের ফেসবুক পেজে বড় বিবৃতিও দিয়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টির ব্যাপারে অবশ্য এখনো কিছু বলেননি। এখন নাজমুলের কথা শুনে মনে হচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাকে দলে এখনো বিবেচনা করছে বাংলাদেশ!
নাজমুল তার বক্তব্যের আরও একটু ব্যাখ্যা দিয়েছেন, ‘তিন সংস্করণে আমাদের তিন অধিনায়ক হবে-আমি প্রথম থেকেই বলছি। ও নিজেকে ফিট মনে করলে অবশ্যই থাকবে (টি-টোয়েন্টি দলে)।
বিসিবি সভাপতি এ বিষয়ে যুক্তি দিয়ে বলেন, অধিনায়কত্ব শুধু ভাগ হয়েছে। মুশফিক তিন সংস্করণেই অধিনায়ক ছিল। ওর দুটির অধিনায়কত্ব চলে গেছে বলে কি মুশফিক বিদায় নিয়েছে?’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন