পাবলিক প্লেসে ধূমপান বন্ধে হাইকোর্টে রুল
ধূমপানও তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণআইন ২০০৫ এর ৭ ও ৮ ধারা বাস্তবায়নের লক্ষে কেন পদক্ষেপ নেয়া হবে না, এবং পাবলিক প্লেসে ধূমপানবন্ধে কেন প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে তা জানতে চেয়ে রুল জারী করেছেন হাইকোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট জে আর খান রবিন।
আগামী চার সপ্তাহের মধ্বিযে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৭ জানুয়ারী এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী শাম্মী আক্তার ।রিট করার আগে এই আইনজীবী সংল্ষ্টিদেরকে একটি আইনি নোটিশ প্রেরণ করেছিলেন। সে নোটিশের যথাযথ জবাব না পাওয়ায় তিনি এ রিট আবেদনটি দায়ের করেন।
ধূমপানও তামাকদ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ৭ ও ৮ ধারায় বলা হয়েছে কোনো জনসমাগম এলাকায় ত্বাবধায়ক বা নিয়ন্ত্রনকারী ব্যাক্তি বা ব্যবস্থাপক বা উহাতে কোনো পাবলিক পরিবহণের মালিক, তত্বাবধায়ক নিয়ন্ত্রনকারী ব্যাক্তি বা ব্যাবস্থাপক উহাতে ধূমপানেরজন্য চিনহিত করে দিতে পারবেন।
কোনো পাবলিক প্লেসে বা পাবলিক পরিবহনে ধূমপানেরস্থানের সীমানা, বর্ননা,, সরঞ্জাম এবং নিরাপত্তা ব্যবাস্থা বিধি দ্বারা নির্ধারিত হইবে। সতর্কতা মুলক নোটিশ প্রদর্শন ধারা ৭ এর অধিীন বা নির্দিষ্ট স্থানের বাইরে প্রত্যেক পাবলিক প্লেসের মালিক তত্বাবধায়ক, নিয়ন্ত্রনকারী ব্যাক্তি বা ব্যবস্থাপক উক্ত স্থানের এক বা একাধিক জায়গায় এবং পাবলিক পরিবহনের মালিক, নিয়ন্ত্রনকারী ব্যাক্তি ধুমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” সম্বলিত নোটিশ বাংলা এবং ইংরেজি ভাষায় প্রদর্শন করিয়া ব্যাবস্থা করিবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন