পারিবারিক মনোমালিন্যের জেরে রাবি’র প্রথম বর্ষের শিক্ষার্থীর আত্মহত্যা
স্মামীর সাথে মনোমালিন্যের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমী এন্ড এগ্রিকালচার এক্স্রেটেনশন বিভাগের ফাতেমা নামে প্রথম বর্ষেও এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে নগরীর শিরোইল শান্তি নগরে এ ঘটনা ঘটে। সে মাগুরা জেলার মুন্সিপাড়া এলাকার মুন্সি সৈয়দুজ্জামানের কন্যা।
নিহত ফাতেমার স্বামীর নাম রুবেল হোসেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্তা মারিয়ামের শিক্ষার্থী। পরিবারের ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, গত তিন বছর আগে চাচাতো ভাই-বোনের মধ্যে পরিবারের সম্মতিক্রমে এ বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর থেকেই তাদের মাঝে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে অনেকবার মীমাংসা করা হলেও কয়েকদিন যেতে না যেতেই আবারো বিভিন্ন বিষয়ে মতানৈক্য সৃষ্টি হতো।
তবে এ ব্যাপারে স্বামী রুবেল হোসেনের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। নগরীর এলাকা বাসীরা জানান, ফাতেমা বেশ শান্ত শিষ্ট মেয়ে ছিল। দুপুর থেকে তার রুম বন্ধ থাকায় বিকেলে খোঁজ করতে গেলে ঘরের ফ্যানের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে বোয়ালীয়া থানার এস আই সেলিম বলেন, লাশ ঝুলন্ত অবস্থায় দেখেতে পেয়ে এলাকাবাসী থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আমি যতদূর জানতে পেয়েছি স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব নিয়ে এ ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, মেয়েটি বিবাহিতা বলে শুনেছি। এ বিষয়ে পুলিশকে বলা হয়েছে। তারা খতিয়ে দেখছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন