পারিশ্রমিক ছাড়াই প্রথম দেশের গানে ন্যান্সি
গত ২২ মার্চ আফসোস করেছিলেন ন্যান্সি। মৌলিক কোনো দেশের গানে কণ্ঠ দেওয়া হয়নি তার। ক্যারিয়ারের ১১ বছর পর এবার সেই খেদ ঘুচলো। অবশেষে দেশের গানে পাওয়া যাবে জনপ্রিয় এই সংগীতশিল্পীকে।
‘গোলাপ ফোটার ব্যাকুল দিনে/হাসনাহেনার রাতের ঋণে/বৃষ্টিমাধব সকাল হলে/ ঘুঘুডাকা দুপুর বলে/আর কিছু নেই একটাই শুধু/ আশ্রয় আমার বেশ/ সারাদিনমান সারা রাত্তির অামার বাংলাদেশ…’- এমন কথার গানটিতে শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে কণ্ঠ দিয়েছেন ন্যানসি।
এর পরপরই কথা হয় ন্যান্সির। তিনি বলেন, ‘এক কথায় ফ্যান্টাসটিক অনুভূতি। এতোদিনের ক্যারিয়ারে অন্তত ৫০টা দেশের গান গাওয়া উচিত ছিলো। আমি পারিনি, এটা ব্যর্থতা। এবার সম্ভব হয়েছে।’
ন্যান্সি জানান, তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে, দেশের গানে কোনো পারিশ্রমিক নেবেন না। হলোও তাই। লুৎফর হাসানের কথা ও সুরে ন্যানসির এই গানটির সংগীতায়োজক অমিত কর। অমিত কর জানান, এটি বাজারে আসবে গানচিল মিউজিকের ব্যানারে।
অন্যদিকে তৃতীয়বারের মতো মাকে নিয়ে গান গেয়েছেন ন্যানসি। স্নেহাশীষ ঘোষের লেখা গানটিতে সুর দিয়েছেন মিলন। বিশ্ব মা দিবস (৮ মে) উপলক্ষে বাজারে আসবে এটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন