পার্লামেন্ট ওয়াচ নিয়ে যে ব্যাখ্যা দিল টিআইবি

জাতীয় সংসদ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদন ‘পার্লামেন্ট ওয়াচ’-এর ব্যাখ্যা দিল সংস্থাটির বোর্ড অব ট্রাস্টিজ।
ব্যাখ্যায় দাবি করা হয়েছে, টিআইবির প্রতিবেদন কিংবা এর নির্বাহী পরিচালকের বক্তব্যে কোনো সংসদ সদস্য আহত হয়ে থাকলে তা কেবলই ভুলবোঝাবুঝি।
বুধবার টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেন।
পার্লামেন্ট ওয়াচ নিয়ে সংবাদ প্রকাশের পর গত ৯ নভেম্বর জাতীয় সংসদে আলোচনা ও এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বহুমুখী মন্তব্য ও অভিমতের প্রতি টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের দৃষ্টি আকর্ষিত হয়। পরে এর পরিপ্রেক্ষিতে একটি সভা করে বিবৃতি দেয় টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ।
ব্যাখ্যায় বলা হয়েছে, বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে, বরাবরের মতো এবারের প্রতিবেদনও সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর, গবেষণাপ্রসূত, যা সংসদ সচিবালয়, সংসদে প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও বিটিভিতে সরাসরি সম্প্রচারিত ফুটেজ থেকে প্রাপ্ত। তাই গবেষণা প্রতিবেদনে বাস্তব অবস্থার প্রতিফলন ঘটেছে। তারপরও প্রতিবেদনের কোনো অংশ বা নির্বাহী পরিচালকের কোনো বক্তব্যে যদি কোনো সম্মানিত সংসদ সদস্য আহত হয়ে থাকেন, তাহলে তা কেবলই ভুলবোঝাবুঝির কারণে হয়েছে বলে বোর্ড বিশ্বাস করে।
ব্যাখ্যায় আরো বলা হয়, টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের মহান জাতীয় সংসদের কার্যকারিতা বৃদ্ধিতে গঠনমূলক অবদানের মাধ্যমে সংসদের সম্মান ও মর্যাদা উন্নত করায় অনুঘটকের ভূমিকা পালন করা। জাতীয় সংসদের মর্যাদা বিন্দুমাত্র ক্ষুণ্ণ করা টিআইবির উদ্দেশ্য নয়। বরং সংসদের প্রতি প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণের প্রত্যাশা পূরণ, আস্থা ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এ লক্ষ্যেই ওই গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালিত হয়।
এর আগে গতকাল (১০ নভেম্বর) এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি জানিয়েছিলেন, পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন সম্পর্কে সংসদ কর্তৃক গৃহীত যেকোনো পদক্ষেপে টিআইবি সর্বোতভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন