পার্লারে নয় বাড়িতেই করুন হেয়ার স্ট্রেটনিং
পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেটনিং করা মানেই অনেক টাকার খরচা। তার উপর আবার মাস ছয়েকের জন্য হারানো নিজস্বতা। পাশাপাশি নানা সমস্যা। তবে পার্লারে না গিয়েও আপনি বাড়িতে বসেই করতে পারেন হেয়ার স্ট্রেটনিং। কি করে?
বাড়িতে হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য হ্যান্ড ড্রায়ার ব্যবহার করতে পারেন। তবে শ্যাম্পু করলে চুল আর স্ট্রেট থাকবে না। হ্যান্ড হেয়ার ড্রায়ার ব্যবহার করার জন্য চুল ধুয়ে ভিজে অবস্থায় চুলটিকে কয়েকভাগে ভাগ করুন। এরপর চিরুনি বা ব্রাশ দিয়ে চুলের ডগার দিকটা স্ট্রেট করে ধরুন। নীচের দিক থেকে ড্রায়ার দিয়ে চুল শুকনো করুন। এই একই পদ্ধতি চুলের প্রতিটি ভাগে অ্যাপ্লাই করুন। অন্তত ছয় ইঞ্চি দূরে ড্রায়ার ধরবেন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখা জরুরি। হেয়ার ড্রায়ার অতিরিক্ত ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন