রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পার পাওয়া অসম্ভবঃ অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে হুমকিদাতা আটক

উড়ো চিঠি পাঠিয়ে সফরকারী ক্রিকেট দলের ওপর হামলার হুমকি দেওয়ার ঘটনা বাংলাদেশে নতুন নয়। তবে বর্তমান বাস্তবতায় সে রকম কিছু করে পার পাওয়া অসম্ভব। কিশোরগঞ্জের এক তরুণ পার পানওনি। অস্ট্রেলিয়া দলকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর পুলিশ পাকড়াও করেছে তাঁকে। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে ওই তরুণ হুমকিদাতাকে নিয়েও আসা হয়েছে ঢাকায়।

দ্রুত ব্যবস্থা নেওয়ায় অস্ট্রেলিয়া দলে নিরাপত্তাহীনতার দাবানল ছড়াতে পারেনি বলেও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। তবে এ রকম কিছু ঘটার খবরে শুরুতে দারুণ অস্বস্তিতেই পড়েছিলেন তাঁরা। সেটি খুব স্বাভাবিকও। কারণ সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরও এর আগে একবার বাংলাদেশ সফর স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার প্রাপ্য সফরে নিয়ে আসতেও পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। সিএ-এর নিরাপত্তা কর্মকর্তাদের দফায় দফায় বাংলাদেশ সফর এবং সরকারের নানা সংস্থার সঙ্গে বহু বৈঠকের পরই মেলে স্টিভেন স্মিথদের এখানে পাঠানোর ছাড়পত্র।

তাঁরা এসে যাওয়ার পর যখন নিরাপত্তা নিয়ে সংবাদমাধ্যমকে সন্তুষ্টির কথাও বলছেন, তখনই দৃশ্যপটে আবির্ভাব কিশোরগঞ্জের ওই তরুণের। অবশ্য হুমকি আসার পর শুরুতেই হকচকিয়ে না গিয়ে অস্ট্রেলিয়ান শিবির শরণাপন্ন হয় নিরাপত্তা সংস্থার। তাতে ব্যবস্থাও নেওয়া গেছে দ্রুত। যদিও এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ভাষ্য দিতে চাননি কেউ। ভীষণ স্পর্শকাতর হওয়ায় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এমনকি বিসিবির নিরাপত্তাপ্রধান কর্নেল (অব.) আবুল কালাম জাকিও। সম্ভবত একই কারণে নিজেকে নিরাপদ দূরত্বে রাখলেন অস্ট্রেলিয়া দলের ম্যানেজার কেট হাচিনসনও, ‘আমার কোনো মন্তব্য নেই। আপনাদের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দেখুন। ’

নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগে অবশ্য ঠিকই ঘটনার সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান গ্রেপ্তার হওয়া তরুণের নাম প্রকাশ করতে না চাইলেও কালের কণ্ঠকে বলেছেন, ‘যা শুনেছেন, ঠিকই শুনেছেন। ’ সেই সঙ্গে তিনি আরো যোগ করেছেন, ‘ওই তরুণকে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতেই আছে সে। তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ই-মেইল পাঠিয়ে ওর হুমকি দেওয়ার উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করছি আমরা। কারো ইন্ধনে সে এই কাজ করেছে কি না, জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে তাও। ’

এর বাইরে আর কিছু জানাতে সম্মত হননি পুলিশের উচ্চপদস্থ ওই কর্মকর্তা। এমনকি কিশোরগঞ্জের তরুণ হুমকিবার্তা কার ই-মেইল ঠিকানায় পাঠিয়েছিলেন, জানাতে চাননি সেটিও। এ বিষয়ে অবশ্য বিসিবির দায়িত্বশীল একটি সূত্রও অন্ধকারে, ‘আমরা ঠিক নিশ্চিত নই যে ই-মেইলটি পাঠানো হয়েছিল কাকে। অস্ট্রেলিয়ান হাইকমিশনে, নাকি দলেরই কাউকে, তা এখনো জানি না আমরা। ’ তবে ই-মেইলে হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া দল তা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে বিলম্ব করেনি বলেও জানিয়েছে ওই সূত্র, ‘অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারাই ই-মেইলের কপি নিয়ে যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। যে কারণে হুমকিদাতাকে দ্রুত চিহ্নিত করে ধরা গেছে। ’

নিরাপত্তা নিয়ে সারা বিশ্বেই ছড়িয়ে পড়া উদ্বেগের মধ্যে যা খুব জরুরিও ছিল। অবশ্য এর আগেও বাংলাদেশে ভিনদেশি ক্রিকেট দলের ওপর হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছিল। ২০০৪ সালের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ঠিক আগেই সে দেশের ঢাকার হাইকমিশনে বোমা মেরে ক্রিকেটারদের প্রাণনাশের হুমকি যায়। যে কারণে ভারতীয় দলের আসাও বিলম্বিত হয় কয়েক দিন। সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থায় অবশ্য সেই সফর ভালোভাবেই শেষ হয়েছিল। হলি আর্টিজানে জঙ্গি হামলার কয়েক মাস পর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরেও নিরাপত্তা ছিল নিশ্ছিদ্র, যে সফর অস্ট্রেলিয়ারও বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় সহায়ক ছিল বলে মত সংশ্লিষ্টদের।

বিদেশি দলের সফরের মাঝখানে ঘটনা বলতে দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েইন পারনেলকে দেওয়া হুমকি। ২০১৫ সালের জুলাইয়ের সফরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ইন্টারকম থেকে পারনেলের রুমে ফোন করে তাঁকে ‘জঙ্গি’ আখ্যা দেওয়া হয়েছিল! সেই সঙ্গে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকিও। পরে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রোটিয়া শিবিরও আশ্বস্ত হয়েছিল যে কেউ দুষ্টুমি করেই ফোনটা করেছিল পারনেলকে। তখনো অবশ্য বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অত উদ্বিগ্ন হওয়ার কিছু ছিল না। কিন্তু একাধিক বিদেশির হত্যাকাণ্ডের ঘটনায় এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে যে অস্ট্রেলিয়া ওই বছরের অক্টোবরে তাদের বাংলাদেশ সফর স্থগিত করে। স্থগিত সেই দুই টেস্টের সিরিজ খেলতেই এখন তারা বাংলাদেশে।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির