পালিয়েও শেষ রক্ষা হলো না শিবির সভাপতির
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন শিবির সভাপতি কামরুজ্জামান পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে গিয়ে ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন।
নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী কামরুজ্জামানকে পুলিশ ধাওয়া করলে পালিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের কাঁটাতার পেরিয়ে গেলেও বিএসএফ তাকে ধরে ফেলে। এদিকে পাটগ্রাম থানা পুলিশ বিষয়টি জানতে পেরে দ্রুত বিজিবিকে অবহিত করলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালের দিকে উপজেলার শ্রীরামপুর মিঠাইরবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। কামরুজ্জামান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকার আব্দুল্লাহ’র পুত্র।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অবনী শংকর জানান, কামরুজ্জামান নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিলো। শনিবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় অবস্থিত সে তার বাড়িতে এসেছে- এমন সংবাদ পেয়ে বিকেলের দিকে পুলিশ তাকে গ্রেফতার করতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় পালিয়ে গিয়ে সীমান্তের কাঁটাতার অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। ওদিকে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাকে ধরে ফেলে।
তিনি আরো জানান, এ বিষয়টি দ্রুত বিজিবিকে জানানো হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়। সে এখন থানা হাজতে রাখা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন
রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন