পাশের বাড়ির বাগানের ফুল ছিড়তে না দেয়ায় আখিঁর আত্মহত্যা
মোঃ তোফায়েল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শিবগঞ্জ মালিগাও এলাকার ভগদগাজি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী আখিঁ গ্রামের কোথাও ফুলের দোকান না থাকায় । পাশের বাড়ির একটি বাগানে ফুল তুলতে যায় শহীদ মিনারে দেওয়ার জন্য।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত পোহালেই ২১ শে ফেব্রুয়ারি। চার বান্ধবী আখিসহ শহীদ মিনারে ফুল দেওয়া সেই বাগানে ফুল তুলতে যায়.।
এতে ওই বাগান মালিকের স্ত্রী দেখে ফেলে। অনেক রাগারাগি করার কারণে আখিঁসহ ৪ বান্ধবী চলে যায় সেখান থেকে।
ঘটনাটি শুরু এখান থেকেই, কিছুক্ষন পর বাগান মালিক নাসিরুল ইসলাম আখিঁর বাসায় গিয়ে আরো গালি গালজ শুরু করে। ওই ব্যক্তি বাড়ি ত্যাগ করার পর অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আখিঁ।
সবাইকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। আর কোনদিন শহীদ মিনারে ফুল দেওয়া হবে না আখিঁর। আখিঁর এই আত্মহত্যায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আখিঁ মালিগাও এলকার কাবুলের মেয়ে । সে ভগদগাজি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী। রবিবার রাত ১টায় এ ঘটনা ঘটে।
আখির বাবা কাবুল জানান, মেয়েটি তো শুধু কয়েকটি ফুলই তুলে ছিল। তার জন্য এত গালিগালাজ করতে হবে। সে কারণেই আখিঁ আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেল।
বাগান মালিক নাসিরুল ইসলাম জানান, একটি বাগান করতে অনেক খরচ লাগে। মেয়েগুলো আমাদেরকে না জানিয়ে ফুল তুলেছে। তাই একটু বকাবকি করেছি মাত্র। এতটুকু কারনে সে আত্মহত্যা করতে পারে না।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল মান্নান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তার আত্মহত্যার কারণ এখনো পুলিশ জানতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নে ধর্ষণের পর ৫ মাসের অন্তঃসত্ত্বাবিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁওয়ে নারীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে একবিস্তারিত পড়ুন
মৃত্যুর কাছে হেরে গেল ‘নষ্ট মোল্লা’
১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরেবিস্তারিত পড়ুন