বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পাষাণ’ মিম!

তরুণ চিত্রপরিচালক সৈকত নাসির, তার ‘পাষাণ’ ছবির নায়িকা নিয়ে একের পর এক জটিলতা লেগেই ছিল। এবার সেটি দূর হয়েছে। ‘পাষাণ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এতে তার সহ-শিল্পী কলকাতার নায়ক ওম। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ ছবিটির পরিচালক ও নায়িকা। তবে প্রিয়.কম’কে ছবিটির সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া ২৮ তারিখ থেকে মিমের শুটিং শুরু করারও কথা রয়েছে। যদিও এ বিষয়ে ছবিটির পরিচালক সৈকত নাসির’ ২২ কে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় কয়েকবার ফোন করার পরও তিনি রিসিভ করেন নি। এরপর তার ফোনে ম্যাসেজ পাঠানো হয়। তারও কোন ধরনের রিপ্লাই তিনি দেন নি।

এ বিষয়ে গণমাধ্যমে তার ভাষ্য পাওয়া গেছে অনেকটাই এরকম, আমি আগেই বলেছি কে ছবির নায়িকা হবেন সেটি আমার ভাবনা নয়। ছবির গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই যে কোনো নায়িকা হলেই আমি ছবির কাজ করতে প্রস্তুত। বিদ্যা সিনহা মিমকে এই ছবিতে নেয়া হচ্ছে কি না এ বিষয়ে আমি নিশ্চিত নই। আমি এ মুহূর্তে ছবিটির অন্যান্য কাজ নিয়ে ভাবছি। কিছুদিনের মধ্যেই নায়িকা নির্বাচন করে তার অংশের কাজ শুরু করবো।’

এদিকে মিমের আজ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার কথা রয়েছে। গত ২৯শে আগস্ট সেখানে ঘুরতে গিয়েছেন। তার মুঠোফোন নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর তার সাথে সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুকে যোগাযোগের চেষ্টা করা হয়। সেখানেও তার কোন ধরনের বক্তব্য পাওয়া যায় নি।

অন্যদিকে ছবিটি থেকে সম্প্রতি অমনযোগীর অভিযোগ এনে নবাগত নায়িকা এমিয়া এমিকে ছবিটি থেকে বাদ দেন ছবিটির প্রযোজক। অন্যদিকে কিছুদিন আগে ‘পাষাণ’ ছবিতে নেতিবাচক একটি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন শাহেদ আলী। ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, সাদেক বাচ্চু প্রমুখ। ছবিটি ভিজ্যুলাইজার এর প্রযোজনায় নির্মিত হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম

২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন

  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প