পাহাড়ে হরতাল চলছে
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক আহ্বানের প্রতিবাদে ও সংশোধিত ভূমি আইন, ২০১৬ বাতিলের দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। পার্বত্য-বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদসহ পাঁচটি বাঙালি সংগঠন এ হরতালের ডাক দিয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ জানিয়েছেন, সেখানে রাজপথে মিছিল, টায়ারে আগুন ও পিকেটিংয়ের মধ্য দিয়ে হরতাল পালন করছে বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা। হরতালের শুরুতে পার্বত্য ছাত্র পরিষদের নেতৃত্বে শহরের শাপলা চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা ব্রিজের সামনে গিয়ে টায়ারে আগুন দেয়। পরে সেখানে পিকেটিং করে সংগঠনটির নেতাকর্মীরা।
হরতালের কারণে খাগড়াছড়িতে খোলেনি দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যান চলাচল। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহী জানান, সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে হরতাল আহ্বানকারী সংগঠনগুলোর নেতাকর্মীরা। হরতালের কারণে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে।
হরতালের কারণে শহরে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরের রাস্তায় সেনাবাহিনী টহল দিতে দেখা গেছে।
আজ রোববার বৈঠকে বসছে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন। সকাল ১০টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিশনের সচিব মো. রেজাউল করিম। সভায় যোগ দেওয়ার জন্য কমিশনের নয় সদস্য এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী রাঙামাটিতে অবস্থান করছেন।
দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছর পর এটিই হবে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের পঞ্চম চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের প্রথম বৈঠক।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানিয়েছেন, হরতালের কারণে শহরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন