পাহাড় কাটার সময় ধস, দুই শ্রমিক নিহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাহাড়ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
আজ মঙ্গলবার উপজেলার গজনাইপুর ইউনিয়নের সঙ্করসেনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সকালে তিনজনকে মাটিচাপা অবস্থায় পান স্থানীয় লোকজন।
নিহত দুজন হলেন কায়স্থগ্রাম এলাকার প্রয়াত চাওনউল্লাহর ছেলে মাসুক মিয়া (৩৫) ও নিশাকরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৪৫)।
আহত ব্যক্তি হলেন নিশাকরি গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)। তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে সঙ্করসেনা গ্রামের জয়নুল মিয়ার জন্য পাহাড়ে মাটি কাটছিলেন হতাহত তিনজনসহ আরো কয়েক ব্যক্তি। গতকাল সোমবার রাত ১০টা থেকে আজ ভোররাত পর্যন্ত মাটি কাটছিলেন তাঁরা। সকালে স্থানীয় লোকজন তাঁদের মাটিচাপা অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ এখনো উদ্ধার করা হয়নি।
নবীগঞ্জের বোকলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন