রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাহাড় ধসের পর পর্যটন ব্যবসায় নেমেছে ধস

সাম্প্রতিক পাহাড় ধসের পার্বত্য এলাকায় বান্দরবানে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হলেও এই দুর্যোগ নিয়ে আতঙ্ক রয়ে গেছে। বছরের এই সময়টায় জেলায় পর্যটকদের আনাগোনা থাকলেও এবার তাদেরকে দেখাই যাচ্ছে না। ঈদে যা কিছু বুকিং ছিল তার একটি বড় অংশই বাতিল করা হয়েছে।

গত বছর ঈদুল ফিতরে শহরের হোটেল-মোটেলগুলোতে কোন কক্ষ খালি ছিল না। কিন্তু এবার বুকিংয়ের আশায় বসে ব্যবসায়ীরা।

বান্দবানের বললেই চোখের সামনে ভাসবে উঁচু-নিচু পাহাড়ের ভাঁজ। সাঙ্গু নদীর তীরে অবস্থিত গোটা বান্দরবান যেন মুগ্ধতার শেষ নেই। দিগন্তু জুড়ে রয়েছে সবুজের পাহাড়। একদিকে নয়ানাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, আঁকা-বাঁকা পথ, এগারটি আদিবাসী বৈচিত্র্যপূর্ণ জীবন, অন্যদিকে রয়েছে মেঘের মিতালি। তাই ঈদের ছুটিতে প্রকৃতির নির্মল স্বাদ পেতে পর্যটকদের আকর্ষণ থাকে বান্দরবানকে ঘিরে। পাহাড়-পর্বত ছাড়াও রয়েছে অসংখ্য ঝিরি-ঝর্ণা, মেঘলার লেক, নাফাকুম ঝর্ণা ও থানচির বড় পাথড়, রয়েছে বগা লেক সহ নজরকারা স্বর্ণমন্দির ও রাম জাদি।

কিন্তু পাহাড় ধসের ঘটনায় এবার পর্যটকের মনে জেগেছে শঙ্কা। ঈদের ছুটিতে বুকিং বাতিল করেছেন অনেকেই। ফলে এবার ঈদে লোকসানের আশঙ্কা করছেন পর্যটন সশ্লিষ্ট হোটেল-মোটেল ব্যবসায়ীরা।

শনিবার বান্দরাবানের শৈলপ্রতাপ, নীলাচল, মেঘলা ও বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখা যায়, পর্যটন ব্যবসায়ী ও কর্মচারীরা অলস সময় কাটাচ্ছে। তারা বলছিলেন, এ সময় প্রতিবছর প্রচুর দর্শণার্থীর আগমন ঘটে, প্রচুর লোকের সমাগম হয়। কিন্তু এবছর সেই তুলনায় অনেকটা কম।

বান্দরবান শহরের হোটেল হিলটনের ব্যবস্থাপক শুভ দাস বলেন, ‘ঘূর্ণিঝড় মোরা ও পার্বত্য এলাকায় পাহাড় ধসের কারণে আতঙ্কে বেশির ভাগ বুকিং বাতিল করেছে পর্যটকরা। যার কারণে এবার আশানুরুপ পর্যটক বোধহয় পাব না। যার কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছি।’

হলিদে ইন রির্সোট এর ব্যবস্থাপক মো. জাকির বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার কিছু পর্যটক কম হবে। কারণ ঈদের চার থেকে থেকে দিন আগে আমাদের সব রুম বুক হয়ে যেত। কিন্তু এ বছর তুলনামূলক বুকিং কম হয়েছে।’

বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘সম্প্রতি অতি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটলেও বান্দরবানে ক্ষয়ক্ষতির পরিমাণ কম। তবে পর্যটকদের মনে আতঙ্ক কাজ করছে। যদিও বান্দরবানে পর্যটন স্পটগুলোর কোন ক্ষয়ক্ষতি হয়নি।’

তবে পর্যটকদের জন্য প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের ববস্থা গ্রহণ করা হয়েছে। জেলা শহরের সাথে স্পটগুলোর সড়ক মেরামত করা হয়েছে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাফেরা ও ঘুরাঘুরি করতে পারে সে ব্যাপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ