পা ঢাকতে পারবেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা

অনেকদিন ধরেই ব্রিটিশ এয়ারওয়েজে এই নিয়ম চালু ছিল যে, কাজের সময় নারী কেবিন ক্রুরা তাদের পা ঢেকে রাখতে পারবেন না। তবে এ নিয়ে সমালোচনা ও অসন্তোষও ছিল অনেকদিন ধরে।
অবশেষে দুই বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে এই নিয়ম বাতিলের আদেশ দিয়েছে ব্রিটেনের এক আদালত। কেবিন ক্রুস ইউনিয়নের সাথে ব্রিটিশ এয়ারওয়েজের এই মামলা চলছিলো।
আদালতের রায়ে বলা হয়েছে, কেবিন ক্রুদের উপর ড্রেস কোড চাপিয়ে দেয়া যাবেনা। নারী কেবিন ক্রুদেরকে স্কার্ট পড়তে বাধ্য করা যাবেনা। ব্রিটিশ এয়ারওয়েজের এই ইউনিফর্ম ২০০১ সালে নক্সা করেছিলেন জুলিয়েন ম্যাকডোনাল্ড।
এ খবর ফলাও করে ছাপিয়েছে সব ব্রিটিশ গণমাধ্যম। দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজে ২০১০ সালে ‘মিক্সড ফ্লিট’ নামে একটি ক্যাটাগরি তৈরি করা হয়। এই ক্যাটাগরির অধীনে থাকা কেবিন ক্রুদের প্রতি বিভিন্ন নির্দেশনা ও নিয়মকানুন চাপিয়ে দেয়া হয়। অথচ এর আগে যেসব কর্মী ব্রিটিশ এয়ারওয়েজে যোগ দিয়েছিলেন তারা ছিলেন এসব নিয়মের বাইরে।
মিক্সড ফ্লিটের কেবিন ক্রুদের ধর্মীয় বা অসুস্থাজনিত কোন কারণ ছাড়া ট্রাউজার পড়া নিষেধ ছিল। অর্থাৎ পা ঢেকে রাখা নিষেধ ছিল। এর ফলে নারী কেবিন ক্রুদের কাজের সময় ইউনিফর্ম হিসেবে স্কার্ট পরতে হতো।
ব্রিটিশ এয়ারওয়েজের ১৭ হাজার কেবিন ক্রুয়ের মধ্যে ৩ হাজার কেবিন ক্রু মিক্সড ফ্লিট টিমের অন্তর্ভূক্ত।
কেবিন ক্রুদের সংগঠন কেবিন ক্রুস ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, মিক্সড ফ্লিটের ৮৩ শতাংশ কেবিন ক্রু কাজের সময় ট্রাউজার পড়তে চান। কিন্তু এ ব্যাপারে বিধিনিষেধ থাকার কারণে তারা এতদিন নিজেদের ইচ্ছার বিরুদ্ধে স্কার্ট পড়ে কাজ করেছেন।
ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান কে বলেন, ‘আমাদের মিক্সড ফ্লিট টিমের সদস্যরা “অ্যাম্বাসেডর” নামে ব্রিটিশ এয়ারওয়েজের নিজস্ব উইনিফর্ম পড়ে থাকেন। ট্রাউজার এই ইউনিফর্মের সঙ্গে মানানসই নয়, তারপরও এখন থেকে কেউ ট্রাউজার পড়তে চাইলে সেটা তাদের ম্যানেজারের সাথে কথা বলে ঠিক করে নিতে পারবেন’।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন