পা মাটিতেই রাখছেন মাশরাফি
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে অনুযায়ী ১৪৫ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয় সত্ত্বেও পা মাটিতেই রাখছেন মাশরাফি। তার মতে এক ম্যাচ জেতার অর্থ এই নয় যে, সব অর্জন হয়ে গেছে।
মাশরাফি বলেছেন, ‘একটা ম্যাচ জেতা মানে এই নয় যে ওখানে কোনো ভুল ছিল না। আমার নিজেদের ভুলগুলো শুধরে পরের ম্যাচের জন্য তৈরি হব। চেষ্টা করব পরের ম্যাচে ভুলগুলো যেন কম হয়।’
মাশরাফি সিরিজ শুরুর আগেই সাকিব ও মুশফিকের দিকে তাকিয়ে ছিলেন। সেই প্রতিদানও পেয়েছেন তিনি। একজন ব্যাট হাতে সেঞ্চুরি ও অপরজন বল হাতে ৫ উইকেট নিয়েছেন। দুই জনের দারুণ এই পারফরম্যান্স নিয়ে মাশরাফি বলেছেন, ‘এটাতো স্বাভাবিক। ক্যারিয়ারের শুরু থেকেই তারা বাংলাদেশের জন্য অবদান রেখে আসছে। এখন তারা অনেক পরিণত। কঠিন সময়ে অভিজ্ঞ খেলোয়াড়রের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই সবাই আশা করেন। সেই জায়গা থেকে আমি অবশ্যই আশা রাখি দলের প্রয়োজনে সাকিব-তামিম-মুশফিক তাদের সেরাটা দিবে। আমি সব সময় বিশ্বাস করি অভিজ্ঞ খেলোয়াড়রা যখন সামনে থেকে পারফরম্যান্স করে তখন জিততে খুব সুবিধা হয়।’
তবে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও চাপের সময় ভাল করার কৌশল সম্পর্কে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন মাশরাফি। তিনি বলেছেন, ‘তরুণ খেলোয়াড়দের এখন পরিণত হওয়ার সময়। তারা উপভোগ করবে মাঠে, আমি এটাই চাই। তারা এই ধরনের পরিস্থিতি কিভাবে ব্যাটিং করতে হবে, কিভাবে বোলিং করতে হবে এগুলো শিখবে অভিজ্ঞদের কাছ থেকে।’
সাকিব ক্যারিয়ারে ২০৬টি ওয়ানডে উইকেট নিয়েছেন। মাশরাফি এই ম্যাচে ২ উইকেট নিয়ে ২০০ উইকেটের মাইলফলক ছূঁয়েছেন। শতভাগ ফিট না থাকা সত্বেও এই পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাশরাফি। তিনি বলেছেন, ‘সবাই জানেন আমার জীবনে অনেক ইনজুরি ছিল। ভারত সিরিজের সময় হঠাৎ দূর্ঘটনার কবলে পরি। এবার ডেঙ্গু হল। এখন খেলার চেয়ে এগুলো উপভোগ করি মনে হয়। কিছু না হলে খেলতে ভালো লাগে না। এটা আসলে কঠোর পরিশ্রমের ফল। বাংলাদেশের জন্য কিছু করতে পারা সবসময় আনন্দদায়ক। তেমন কিছু করতে পারিনি। দোয়া করবেন সামনে যেন কিছু করতে পারি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন