পিএসএলে একই দলে সাকিব-তামিম
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলের আগামী মৌসুমে একই দলে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনেই চুক্তিবদ্ধ হয়েছেন পেশোয়ার জালমির সঙ্গে।
পিএসএলের প্রথম মৌসুমে একে-অপরের প্রতিপক্ষ হিসেবেই দেখা গিয়েছিল তামিম ও সাকিবকে। তামিম খেলেছিলেন পেশোয়ার জালমিতে। আর সাকিব ছিলেন করাচি কিংসে। তবে এবারের মৌসুমে দল নির্বাচনের সময় সাকিবকে আর দলে রাখেনি করাচি। এ সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার। ফলে আগামী মৌসুমে এক দলেই খেলবেন সাকিব-তামিম। পেশোয়ার জালমিতে তাঁরা সতীর্থ হিসেবে পাবেন শহীদ আফ্রিদি, ড্যারেন স্যামি, ওয়েন মরগানদের মতো তারকাদের।
পিএসএলের প্রথম মৌসুমে করাচি কিংসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিমও। তবে এবার আর কোনো দল পাননি বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। তিন ম্যাচ খেলে তিনি করেছিলেন মাত্র ৪৯ রান।
এ বছরের ফেব্রুয়ারিতে পিএসএলে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন তামিম। ছয়টি ম্যাচ খেলে ৬৬.৭৫ গড়ে করেছিলেন ২৬৭ রান। অর্ধশতক ছিল তিনটি। পিএসএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তামিমের নাম ছিল পঞ্চম স্থানে।
করাচি কিংসের জার্সি গায়ে ভালো খেলেছিলেন সাকিবও। আট ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ১২৬ রান। উইকেট নিয়েছিলেন তিনটি।
২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে পিএসএলের দ্বিতীয় আসর।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন