সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পিএসএলে কত পাচ্ছেন সাকিব-তামিমরা ?

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠে গড়াতে চলেছে আগামী ফেব্রুয়ারি থেকে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের তালিকা। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে থাকছে না কোনো নিলাম।

অর্থ্যাৎ সাকিব আল হাসান, তামিম ইকবালদের কিনতে হবে নির্দিষ্ট মূল্যে। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২১ ও ২২ ডিসেম্বর। আগামী বছরের ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএল দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে পিএসএল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘খেলোয়াড়দের নিলামের চেয়ে পিএসএল সব দলের জন্য সমান প্রতিযোগিতা ও অর্থনৈতিক সুবিধা দিতে চায়। নিলাম যুদ্ধে নামার বদলে প্রত্যেকটি খেলোয়াড় কেনার জন্য দলগুলোকে নির্দিষ্ট মূল্য দিতে হবে।’

প্রথমবারের মত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের খেলোয়াড় তালিকায় রাখা হয়েছে ৩০৮ জন ক্রিকেটার। এর মধ্যে পাকিস্তানের খেলোয়াড় ১৩৭ জন। বিদেশি খেলোয়াড় ১৭১ জন। এরমধ্যে বাংলাদেশের ১০জন খেলোয়াড় আছেন প্লেয়ার ড্রাফটে। পাঁচটি ফ্রাঞ্চাইজিতে খেলবেন কমপক্ষে ৮০জন খেলোয়াড়। নূন্যতম ১৬ সদস্যের দল হবে। চাইলে ২০ এর বেশি সদস্যের দলও গড়তে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।

ক্রিকেটারদের পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও এমার্জিং। সাকিব প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় আছেন গোল্ড ক্যাটাগরিতে। তারা হলেন তামিম, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীস। এছাড়া সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়।

প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার। ডায়মন্ড খেলোয়াড়রা পাবেন ৭০ হাজার ডলার। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫০ হাজার ডলার। সিলভার ক্যাটাগরির জন্য বরাদ্দ ২৫ হাজার ডলার। এমার্জিং ক্যাটাগারির খেলোয়াড়রা পাবেন ১০ হাজার ডলার। এছাড়া তিন পাকিস্তানি ও দুই বিদেশীসহ মোট পাঁচ জন আইকন খেলোয়াড় থাকছেন। তাদের মূল্য দুই লাখ ডলার করে।

ক্যাটাগরি অনুযায়ী, সাকিবের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। অর্থ্যাৎ বাংলাদেশি টাকায় বিশ্বসেরা এই অলরাউন্ডার পাবেন এক কোটি নয় লাখ উনিশ হাজার টাকা।

তামিম, মুস্তাফিজ, সৌম্য, মুশফিক, নাফিসের দাম নির্ধারিত হয়েছে ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৯ লক্ষ টাকা। এছাড়া রিয়াদ, মুমিনুল, কায়েস, বিজয় পাবেন বাংলাদেশি টাকায় ১৯ লক্ষ ৫০ হাজার টাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির