পিএসএলে খেলবেন সালমান বাট-আসিফ!

পাকিস্তান সুপার লিগে খেলার জন্য প্রাথমিক তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায়ে নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সালমান বাট এবং মোহাম্মদ আসিফ। এ দু`জনের সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আমিরও। ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছেন এবং তিন ফরম্যাটেই খেলা শুরু করে দিয়েছেন।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন সালমান বাট এবং মোহাম্মদ আসিফ। এ দু`জনই এখন নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। এবার ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ পিএসএলে খেলার জন্য তালিকাভুক্ত হলেন।
পিএসএলের প্রথম আসরেই খেলতে পেরেছিলেন মোহাম্মদ আমির। খেলেছিলেন করাচি কিংসের হয়ে। সালমান বাট এবং মোহাম্মদ আসিফ প্রথম পিএসএলে খেলার জন্য বিবেচিত হননি। এবার তারা প্লেয়ার ড্রাফটের তালিকায় রয়েছেন। সালমান বাটকে রাখা হয়েছে গোল্ড ক্যাটাগরিতে। আর মোহাম্মদ আসিফকে রাখা হয়েছে সবচেয়ে নীচু সারি সিলভার ক্যাটাগরিতে।
সালমান বাট এবং মোহাম্মদ আসিফ দু`জনই পাকিস্তানের ঘরোয়া লিগ কায়েদে আজম ট্রফিতে খেলছেন ওয়াপদার হয়ে। চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখ দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দ্বিতীয় পিএসএলের প্লেয়ার ড্রাফট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন