পিএসএলে ব্যাট হাতে অনুজ্জ্বল সাকিব-মুশফিক
প্রথম ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জয় এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে পিএসএলে তার পর থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে চলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। রান-উইকেট কোনোটাই পাচ্ছেন না। শনিবার সাকিব ব্যাট হাতে ব্যর্থ হলেন আবারো। মুশফিকুর রহিমও ব্যর্থ।
পাকিস্তান সুপার লিগ বা পিএসএলের প্রথম আসরে সাকিব আর মুশফিক করাচি কিংসে সতীর্থ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট করার সুযোগ পেলেও দুজনের কেউই জ্বলে উঠতে পারেননি। ১৯ বল খেললেও ১০ রানের বেশি করতে পারেননি চার নম্বরে নামা সাকিব।
সাত নম্বরে ব্যাট করতে নেমে মুশফিক অবশ্য বড় কিছুর সম্ভাবনা জাগিয়েছিলেন। মুখোমুখি হওয়ার দ্বিতীয় বলেই দারুণ এক রিভার্স সুইপে চার মেরেছিলেন বাঁহাতি স্পিনার জুলফিকার বাবরকে। কিন্তু মাত্র ছয় রান করে পেসার আইজাজ চিমাকে ফিরতি ক্যাচ দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
ব্যাট হাতে সাকিব-মুশফিকের ব্যর্থতার দিনে করাচি কিংসও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৬ রানে থেমে গেছে করাচির ইনিংস। অধিনায়ক শোয়েব মালিক (৪৫) আর জেমস ভিন্স (২৩) ছাড়া আর কেউ রান পাননি। মিডিয়াম পেসে ১৫ রানে চার উইকেট নিয়ে কোয়েটার সেরা বোলার গ্র্যান্ট এলিয়ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন