পিএসএলে সাকিব-তামিম-মাহমুদউল্লাহর কার কত দাম জেনেনিন

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরে পেশোয়ার জালমির হয়ে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের।
সাকিব-তামিমের পাশাপাশি তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদও এবার খেলবেন এই টুর্নামেন্টে। তাঁকে দলে ভিড়িয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
রবিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে কোয়েটা কর্তৃপক্ষ। তবে ভারত সফরের জন্য আগামি ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলে শুরু থেকে খেলতে পারছেন না এই তিন ক্রিকেটার।
তবে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তারা যোগ দিবেন বলে ধারণা করা যাচ্ছে। এবারের পিএসএলে ক্রিকেটারদের নিলাম হয় নি আগের আসরের মতই। ফলে নির্দিষ্ট দামে যার যার পছন্দের খেলোয়াড় বাছাই করেছে পিএসএলের ফ্রেঞ্চাইজিগুলো।
এবারের আসরে ক্রিকেটারদের প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও এমার্জিং এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী চলতি আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য সাকিব আল হাসানের।
পেশোয়ার জালমির হয়ে এবার ১ লাখ ৪০ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় এক কোটি নয় লাখ উনিশ হাজার টাকা পাবেন সাকিব।
অন্যদিকে টাইগারদের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল পাবেন ৫০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্যমান প্রায় ৩৯ লক্ষ টাকা। আর কোয়েটা গ্ল্যাডিয়েটরসের নতুন সংযোজন মাহমুদুল্লাহ রিয়াদ পাবেন ২০ লাখ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন