পিএসএল শিরোপা পেশোয়ারের, ব্যর্থ বিজয়

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালে কোয়েটাকে ৫৮ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে পোশোয়ার জালমি। ফাইনাল খেলতে যাওয়া বাংলাদেশি ব্যাটসম্যান এনামুল হক বিজয় প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।
তবে শিরোপা নির্ধারণী ম্যাচটাকে ঘিরে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরে যা হচ্ছিল সেগুলো নিয়েই তো বেশি আলোচনা। প্রথম আসরের মতো পিএসএলের এবারের আসরও অনুষ্ঠিত হচ্ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু পাকিস্তান যে ক্রিকেটের জন্য নিরাপদ সেটা প্রমাণ করতেই যেনো পাকিস্তানেই ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি।
কিন্তু তাদের এই সিদ্ধান্তে বাধা হয়ে আসে ফাইনালের দুই দল পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের কয়েকজন বিদেশি খেলোয়াড়রের সিদ্ধান্ত। তারা লাহোরে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানান।
ফলে বাধ্য হয়ে অন্য বিদেশি খেলোয়াড়দের দলে নেয়ার চেষ্টা করে ফাইনালের দুই দল। এরই অংশ হিসেবে অনেক চেষ্টা করে বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে দলে অন্তর্ভূক্ত করেছিল কোয়েটা।
ফাইনালে খেলেছেনও বিজয়। কিন্তু সুবিধা করতে পারেননি। ৯ বলে তিন রান করে আউট হয়ে যান তিনি।
নিরাপত্তা বেষ্টনিতে বন্দি ফাইনাল ম্যাচে এনামুলের মতো কোয়েটার অন্য ব্যাটসম্যানরাও আলো ছড়াতে পারেননি। যাতে ১৬.৩ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায় কোয়েটা। সর্বোচ্চ ২৪ করেছেন শন আরভিন। এছাড়া সরফরাজ আহমেদ ২২ ও আনোয়ার আলী ২০ রান করেছেন। পেশোয়ারের হয়ে ১৬ রানে সর্বোচ্চ তিন উইকেট দখল করেছেন মোহাম্মদ আসগার।
এর আগে প্রথমে ব্যাট করে পেশোয়ার চ্যালেঞ্জিং স্কোরটা গড়তে পেরেছে কামরান আকমলের সময়পোযোগি ব্যাটিং আর শেষ দিকে ড্যারেন স্যামির ঝড়ে। ৩২ বলে ৪০ করেছেন কামরান। আর মাত্র ১১ বল খেলে ২৮ রানে অপরাজিত ছিলেন ড্যারেন স্যামি।
মাঠের লড়াইয়ে উত্তেজনা ছিল না। তবে মাঠের বাইরের আয়োজনে বেশ সফলই বলতে হবে পিসিবিকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তো তিল ফেলার জায়গা ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ ভুলতে বসা পাকিস্তানিরা উৎসবমুখর পরিবেশেই উপভোগ করলেন পিএসএলের ফাইনালটা।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন