‘পিকু’র আয় শত কোটি ছাড়ালো
ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো শত কোটি রুপি আয় করলো কোনো নারীকেন্দ্রিক সিনেমা। দিপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটির আয় বিশ্বব্যাপী একশো কোটি ছাড়িয়েছে। সিনেমায় আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং ইরফান খান। তবে সুজিত সরকার পরিচালিত সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন দিপিকা।
৮ মে মুক্তি পাওয়া ‘পিকু’ বিশ্বব্যাপী এখন পর্যন্ত আয় করেছে ১০৭ কোটি ৩৪ লাখ রুপি, যা নারী চরিত্রনির্ভর আর কোনো সিনেমার ক্ষেত্রে ঘটেনি। শুধু তাই নয়, ভারতের বাইরে চলতি বছর সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের কাতারে তিন নম্বর অবস্থানে আছে ‘পিকু’।
ওদিকে ভারতের বাজারেও দ্রুত ১০০ কোটি আয়ের পথে এগিয়ে যাচ্ছে সিনেমাটি। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, ইতোমধ্যেই ৮০ কোটি রুপি আয় করে ফেলেছে ‘পিকু’। তবে এখনও ডিঙাতে পারেনি আক্শায় কুমারের দুই সিনেমা ‘বেবি’ ও ‘গাব্বার ইজ ব্যাক’কে।
‘পিকু’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমা হলে আসে রানবির কাপুরের ‘বোম্বে ভেলভেট’। কিন্তু ‘পিকু’র ব্যবসায় কোনো প্রভাব ফেলতে পারেনি সিনেমাটি। ২২ মে মুক্তি পেতে যাচ্ছে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। বিশ্লেষকরা ধারণা করছেন, দিপিকার ‘পিকু’কে ভালোই টক্কর দেবে কাঙ্গানা রানাওয়াত অভিনীত সিনেমাটি ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন