পিছপা না হওয়ার প্রতিজ্ঞা সাকিবের
আগের ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র এক রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার কঠিন প্রতিপক্ষ কিউইদেরকে হারানো তাদের জন্য সহজ হবে না। তারপরও জয়ের পথে পিছপা না দেয়ার প্রতিজ্ঞ ব্যক্ত করেছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান।
এবারের বিশ্বকাপে এটিই বাংলাদেশের শেষ ম্যাচ। প্রতিপক্ষ টানা তিন ম্যাচ জয়ী নিউজিল্যান্ড। ভারত, অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। বিপরীতে তিনটি দলের কাছেই হেরেছিল বাংলাদেশ। সেই সঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। আর কিউইরা তৃতীয় ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাই এ ম্যাচটি দু’দলের কাছেই নিয়মরক্ষার। তবুও সান্ত্বনার জয়ের খোঁজে মাঠে নামছে মাশরাফিরা।
শনিবার কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন ও গাজী টিভি।
এ ম্যাচের আগে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তার ফেইসবুক পেইজে আশা প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আজ বাঘেরা নামবে কিউয়ি শিকারে। টাইগাররা একটি দুঃসাধ্য ধাওয়া আশা করছে কিন্তু জয়ের পথে তারা পিছপা হবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন