পিটারসেন-ম্যাককালামরা যাবেন না লাহোরে

লাহোরে পিএসএল ফাইনালে যে বিদেশি ক্রিকেটাররা খেলবেন না—এটা বোঝা যাচ্ছিল। চূড়ান্ত সিদ্ধান্তটা অবশেষে জানিয়ে দিলেন কেভিন পিটারসেন, লুক রাইট ও টাইমাল মিলসরা। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের এই ক্রিকেটাররা নিরাপত্তাজনিত কারণে লাহোরে খেলতে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।
টুইট করে তাঁরা নিজেদের সিদ্ধান্তের কথা জানান। গত রাতে শারজায় অনুষ্ঠিত প্লে অফ ম্যাচে পেশোয়ার জালমিকে মাত্র ১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কোয়েটা। এর পরপরই কোয়েটার বিদেশি ক্রিকেটাররা জানিয়ে দেন লাহোরে না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত।
পিটারসেন-রাইট-মিলসরা ছাড়াও লাহোরে না খেলার কথা বলেছেন নিউজিল্যান্ডের অফ স্পিনার নাথান ম্যাককালাম। কোয়েটার এক কর্মকর্তা জানিয়েছেন, ‘লাহোরের ফাইনালে না খেলার ব্যাপারে এই তিন ক্রিকেটার টিম ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাসও দিয়েছি। কিন্তু তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড়।’
পিটারসেন তাঁর টুইটে সরাসরি লাহোরের ফাইনাল নিয়ে কিছু বলেননি। তবে রাইট লিখেছেন, ‘আমি লাহোরে যাচ্ছি না। এমন সিদ্ধান্ত নেওয়াটা ছিল বেশ কঠিনই। আমরা একটি পরিবার আছে। ক্রিকেটটা আমার কাছে ঝুঁকির চেয়ে বড় কিছু নয়।’ সূত্র: দ্য ডন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন