পিসিবির মাথা ধরে টান দিলেন ওয়াকার!

দুই বছর পাকিস্তান দলের প্রধান কোচ ছিলেন। দলের খুব বেশি কিছু বদলাতে পারেননি ওয়াকার ইউনিস। পরিস্থিতি যা তাতে দায়িত্বে থাকলে কিছু বদলাতে পারতেন বলেও মনে করেন না এই সাবেক ফাস্ট বোলার। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রশাসনে নির্দেশনার অভাব দেখেন ওয়াকার। বোর্ড দেখেন দুই মাথা। একজন বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। অন্যজন নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি। তারা ক্রিকেটকে ভিন্ন দুই দিকে চালাতে চান!
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ওয়াকার। চুক্তির আরো তিনমাস বাকি ছিল। থাকেননি। দুই টুর্নামেন্টে ৮ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে পাকিস্তান। বোর্ডের কাছে একটি রিপোর্ট দিয়েছিলেন ওয়াকার। সেটাও ফাঁস হয়ে গেছে। সেখানে অধিনায়ক শহীদ আফ্রিদির নেতৃত্বগুনের অভাব ও খেলোয়াড়দের শৃঙ্খলার অভাবকে দায়ী করেছেন।
তবে এবার একটি সাক্ষাৎকারে ওয়াকার পিসিবির মাথা ধরেই টান দিলেন, “সবচেয়ে বড় সমস্যা পরিবারে দুই মাথা থাকা। তাতে কোনো কাজ হয় না। শুধু কোচ না, সব মিলিয়ে ক্রিকেট ভুগছে পিসিবির মধ্যে দুই মাথা থাকায়, দুটি ভিন্ন নির্দেশনা থাকায়। এটা ঠিক করা খুব দরকার।” ক্রিকেট দলের জন্য বোর্ড, বোর্ডের জন্য ক্রিকেট দল না। এই ব্যাপারটি প্রশাসকদের বুঝতে হবে বলে জোর দিয়েছেন ওয়াকার, “আগেও বলেছি ক্রিকেট বোর্ডের উচিৎ দলের কাছে আসা, কোচিং স্টাফদের কাছে আসা। তারাই উন্নতির জন্য এগিয়ে আসবে। কারণ তারা ক্রিকেট দলের জন্য, খেলার জন্য। ক্রিকেট দল তাদের জন্য না। এখানে আমাদের সংস্কৃতিতে তাদের কাছেই ক্রিকেটারদের ধরনা দিতে হয়। এটা অন্যরকম হওয়ার কথা। এটা দ্রুত বদলানো দরকার।”
এই সমস্যা থাকার পরও দুই বছর দায়িত্বে থাকলেন কেন এই প্রশ্নে ওয়াকার বলেছেন, “আমি যা করতে চাইতাম তা করতে পারতাম না। আমি তরুণ খেলোয়াড়দের সহায়তা করতে চাইতাম। দুঃখজনক হলো কিছু ব্যাপার ছিল যা আমাকে তা করতে দিত না। অনেকে জানতে চায় আরো আগে কেন সরে যাইনি। আমি ভেবেছিলাম সিস্টেমের মধ্যে থেকে তা পরিবর্তন করা সম্ভব। আমি সব ঠিক করতে চেয়েছি। কাজ হয়নি।” অধিনায়ক আফ্রিদি ছিলেন সব সমস্যার মূলে। ওয়াকারের ভাষায়, “ওর টেম্পারামেন্টে সমস্যা। কোনো কিছু সহজে নিতে পারে না, রং না চড়িয়ে কিছু করতে পারে না। আমার রিপোর্টে তা লিখেছি। এই রিপোর্ট মিডিয়ার জন্য ছিল না। ক্রিকেট বোর্ডের জন্য ছিল। কিন্তু ওটা ফাঁস হওয়ায় আফ্রিদির সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন