পুকুরে গোসল করার সময় নববধূকে ধর্ষণ!

বন্দরে নিজ বাড়ির পুকুরে গোসল করার সময় এক নববধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বজলুল (৩৫) নামের ওই লম্পট এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
শনিবার বন্দরের বেজেরগাও এলাকায় এ ঘটনা ঘটে। বজলুল স্থানীয় বেজেরগাও এলাকার দুদু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, বন্দরের বেজেরগাও এলাকার বিলের মধ্যে ওই নবধূর বাড়িটির চারপাশে বর্ষার পানি জমেছে। শনিবার দুপুর ২টার দিকে তিনি বাড়ির ঘাটে গোসল করতে নামেন।
এ সুযোগে বেজেরগাও গ্রামের দুদু মিয়ার ছেলে বজলুল বিলের পানি সাঁতরে সেখানে গিয়ে নববধূকে ধর্ষণ করে। নববধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সাঁতরে পালিয়ে যায় বজলুল।
স্থানীয়রা জানায়, বিয়ের পর নববধূর স্বামী বিদেশ চলে যান। বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ছিলেন ওই নববধূ। শনিবার শ্বশুর ঢাকা চলে যান। শাশুড়ি গ্রামের একটি বউভাত অনুষ্ঠানে যান। ফাঁকা বাড়িতে একা ছিলেন নববধূ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ধর্ষণের ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন