পুকুরে নিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুকুরে নিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার অভিযোগে পুলিশ গৃহবধূর স্বামী মো. হান্নান সরকারকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের বরইয়াকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম কামরুন নাহার (৩৮)। তাঁর তিন সন্তান রয়েছে।
নিহতের বড় ভাই মো. এরশাদ জানান, ১৯ বছর আগে পিপুইয়া গ্রামের হান্নানের সঙ্গে তাঁর বোন কামরুন নাহারের বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তানও রয়েছে। বড় ছেলে মো. হাসান উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে। এত কিছুর পরও হান্নান যৌতুকের দাবিতে কামরুন নাহারকে নির্যাতন করতেন। এমনকি পৈতৃক সূত্রে পাওয়া কামরুন নাহারের সম্পত্তিও বিক্রি করে টাকা নিয়ে গেছেন হান্নান।
এ ছাড়া তিন বছর আগে হান্নান কামরুন নাহারকে কীটনাশক খাইয়ে হত্যা করতে চেয়েছিলেন বলেও অভিযোগ করেন নিহতের বড় ভাই মো. এরশাদ।
এরশাদ অভিযোগ করে বলেন, ‘রোববার রাতে কামরুন নাহার স্বামী হান্নানের সঙ্গে পিপুইয়া থেকে বাবার বাড়ি বরইয়াকৃষ্ণপুরে আসছিল। রাত ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে হান্নান সরকার বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এ সময় বাড়ির লোকজন গিয়ে আমার বোনসহ দুজনকেই পানি থেকে তোলে। এ সময় আমার বোনের চেতনা ছিল না। পরে দুজনকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামরুন নাহারকে মৃত ঘোষণা করেন। পরে আমার আত্মীয়রা পুলিশে খবর দিলে তারা হান্নানকে আটক করে চান্দিনা থানায় নিয়ে যায়।’
এরশাদসহ নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, হান্নান কামরুন নাহারকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন। হত্যার অভিযোগ থেকে বাঁচতে নাটক সাজাতে বাঁচাও বাঁচাও চিৎকার করেন।
এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাফায়েত বলেন, ‘প্রাথমিক সুরতহালে কামরুন নাহারের পেটে পানি দেখা যায়নি। পানিতে ডুবে মরলে যা অবশ্যম্ভাবী ছিল। তাঁকে গলা টিপে বা অন্য কোনোভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।’
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই সাফায়েত।
কামরুন নাহারের স্বজনরা জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন