পুতিনই শীর্ষ ধনী! ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি

চলতি সপ্তাহে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিলগেটসকে টপকে ক্ষণিকের জন্য শীর্ষ ধনী বনে গিয়ে আলোচনায় আসেন আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। মার্কিন এই দুই ধনকুবেরের প্রত্যেকের সম্পদের পরিমাণ কমবেশি নয় হাজার কোটি ডলার।
তবে মার্কিন ব্যবসায়ী হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ব্রাওডারের মতে, সম্পদের দিক থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই দুজনের কারোরই তুলনা চলে না। ব্রাওডারের ধারণা, পুতিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি। গত বৃহস্পতিবার ব্রাওডার সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে এ দাবি করেন।
পুতিনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে জানাশোনা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন ব্রাওডার। ১৯৯০-এর দশকে ব্রাওডার ছিলেন রাশিয়ায় বড় বিনিয়োগকারীদের একজন। নিউজউইকের খবরে বলা হয়, ব্রাওডার রাশিয়ার রাষ্ট্রীয় পরিচালিত সাবেক কোম্পানি ‘গাজপ্রম’-এর মতো প্রতিষ্ঠানের অংশীদার হন। একই সময়ে ব্রাওডার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় সহযোগিতা করেন। তবে একপর্যায়ে ব্রাওডার বুঝতে পারেন, তিনি পুতিনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এই দ্বন্দ্বের ফলে শেষ পর্যন্ত রুশ আইনজীবী সের্গেই ম্যাগনিতস্কিকে জেলে যেতে হয় এবং মৃত্যুবরণ করতে হয়।
ব্রাওডারের সাক্ষ্য অনুযায়ী, পুতিন রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছ বিপুল পরিমাণ অংশীদারত্ব নিয়ে নেন। তাঁর মতে, পুতিনের সম্পদের পরিমাণ বেজোস ও গেটসের মোট সম্পদের চেয়ে বেশি। মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটিকে তিনি বলেন, ‘আমার ধারণা, তাঁর সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন