পুতিনের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ওবামার
মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা। এ প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-কে দেশটির প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আর তা আমরা নেব।’
মার্কিন কর্মকর্তাদের দাবি, রাশিয়া ওই তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহ করে উইকিলিকসের কাছে হস্তান্তর করেছে। তবে প্রথম থেকেই তাদের অভিযোগ অস্বীকার করে আসছে রুশ কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও বরাবরই রাশিয়ার হ্যাকিং সম্পর্কিত অভিযোগ খারিজ করে আসছেন। এর আগে ট্রাম্প বলেছেন, রাশিয়া কোনও ধরনের হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে তিনি মনে করেন না। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে করা এসব অভিযোগকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সাইবার হামলার সঙ্গে যুক্ত।
এর কয়েক ঘণ্টা পরই ওবামা রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে এনপিআর-কে বলেন, ‘আমি মনে করি, যখন কোনও বিদেশি সরকার আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে, তখন তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আর আমরা নিজেদের পছন্দের জায়গায়, নিজেদের নির্ধারিত সময়েই তা নেব।’
ট্রাম্প-হিলারি
তিনি আরও বলেন, ‘এর কিছুটা হয়ত জনসমক্ষে প্রকাশিত হবে। কিছুটা প্রকাশিত হবে না। পুতিন এ বিষয়ে আমার অবস্থান সম্পর্কে জানেন, কারণ আমি সরাসরি তার সঙ্গে কথা বলে তা জানিয়েছি।’
উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল ফাঁসের ক্ষেত্রে রুশ সরকার তাদের উৎস ছিল না।
সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এক মূল্যায়ন তুলে ধরা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ৮ নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত করার জন্য রাশিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইমেইল হ্যাক করেছিল রাশিয়া। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, রুশ কর্তৃপক্ষের সঙ্গে জড়িত যেসব ব্যক্তি উইকিলিকসের হাতে ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় সদস্যদের হাজার হাজার নথি তুলে দিয়েছিলেন, তাদেরও মার্কিন গোয়েন্দা সংস্থা শনাক্ত করতে পেরেছে। ওই কর্মকর্তাদের দাবি, যেসব ব্যক্তি ওই কথিত হ্যাকিংয়ের সঙ্গে জড়িত, তারা নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারির সমালোচনা সামনে এনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের জয়ের পথ সুগম করার কাজ করছিলেন। সূত্র: বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন