পুত্রবধু ও ভাতিজার বউকে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসি

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে পুত্রবধু ও ভাতিজার বউকে হত্যার দায়ে শ্বশুর গোবিন্দ চন্দ্র কবিরাজকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের সিনিয়র দায়রা জজ মো. আতাউর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ জুন জেলার ভেদরগঞ্জ উপজেলার পাঁচালিয়া গ্রামের মৃত. নারায়ণ চন্দ্র কবিরাজের ছেলে গোবিন্দ চন্দ্র কবিরাজ পূর্বশত্রুতার জের ধরে পুত্রবধু অর্চনা কবিরাজকে পিটিয়ে হত্যা করে। এ সময় তার ভাতিজা লালমহনের স্ত্রী রানী বালা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে হত্যা করে। পুত্রবধু অর্চনা কবিরাজ ও রানী বালাকে হত্যার দায়ে রানী বালার স্বামী লালমহন বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আসামির উপস্থিতিতে দুটি খুনের দায়ে গোবিন্দ চন্দ্র কবিরাজকে ফাঁসির আদেশ দেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা হজরত আলী, আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. জাহাঙ্গীর আলম (কাশেম) উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শরীয়তপুরে মায়ের পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন!
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা রুমি আক্তার রুমার পরকীয়ায় বাধা দেয়ায়বিস্তারিত পড়ুন

নিখোঁজের ২০ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার !
শরীয়তপুরে নিখোঁজের ২০দিন পরে একটি ডোবা থেকে এক যুবকের লাশবিস্তারিত পড়ুন

শরীয়তপুরে একই পরিবারের পাঁচজনের মধ্যে চারজনই প্রতিবন্ধী; ভাতা পায়না কেউই !
শরীয়তপুর প্রতিনিধি: জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক পরিবারে চারজনবিস্তারিত পড়ুন