পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও

এশিয়া কাপ শেষে দেশে ফিরেই সুসংবাদ পেলেন ইমরুল কায়েস। জাতীয় দলের এ ওপেনার পুত্র সন্তানের বাবা হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ইমরুলের স্ত্রী রুবাইয়া ইসলাম। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইমরুল কায়েস।
সন্তান সম্ভবা স্ত্রীকে দেশে রেখেই হঠাৎ এশিয়া কাপ খেলতে দুবাই যান ইমরুল কায়েস। এ দলের হয়ে খুলনায় প্রাকটিসে ছিলেন তিনি।
কিন্তু এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ইনজুরিতে আক্রান্ত হন তামিম ইকবাল। এরপর ওপেনিংয়ে সুবিধা করতে পারছিলেন না লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।
ওপেনিংয়ের সমস্যার জন্যই এশিয়া কাপের মাঝপথে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে দুবাই নেয় টিমম্যানেজমেন্ট।
আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবুধাবির মাঠে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইমরুল।
এর আগে শনিবার রাতে পুত্র সন্তানের বাবা হন জাতীয় দলের পেস বোলার তাসকিন আহমেদ। ফেসবুকে তিনিও স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি দিয়ে এ সুখবর জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন