“পুনর্বিবেচনায় সাকা-মুজাহিদ খালাস পাবেন”
সঠিকভাবে যুক্তগুলো উপস্থাপন করতে পারলে আপিল বিভাগের পুনর্বিবেচনায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ মুক্তি খালাস পাবেন বলে আশা প্রকাশ করেছেন তাদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দুই নেতার রিভিউ আবেদনের পর সুপ্রিমকোর্ট মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহবুব দাবি করেন, সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তর সালে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তেন আর আলী আহসান মুহাম্মদ মুজাহিদ আল-বদর নেতা ছিলেন না।
তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ছিলেন তৎকালীন স্পিকার ও প্রেসিডেন্ট। তখন তিনি ইন্টারমেডিয়েট পাস করেছেন। তারপরে পাঞ্জাবে পড়াশোনার জন্য চলে যান। তিনি ৭১ সালের এসব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।
মুজাহিদ সম্পর্কে তিনি বলেন, তিনি প্রত্যক্ষভাবে হত্যা, ধর্ষণ ও গণহত্যার মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ নেই। এমনকি তার মামলার (আইও) তদন্ত কর্মকর্তাও বলেছেন যে, মুজাহিদ আল-বদরের সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই।
এর আগে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে বুধবার রিভিউ আবেদন করেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াত ও বিএনপির শীর্ষ এই দুই নেতা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন